গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে চলমান অস্থির পরিস্থিতি এবং প্রশাসনের জারি করা কারফিউর কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে গোপালগঞ্জ শহরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শহরজুড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং সন্ধ্যার পর থেকে আনুষ্ঠানিকভাবে কারফিউ কার্যকর হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি।

এর আগে, একই দিনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার জেরে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হন এবং পুলিশসহ আহত হন আরও অনেকেই। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মঞ্চে উঠে সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করে এবং উপস্থিত নেতাকর্মীদের মারধর করে। হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায়।

পরে এনসিপির নেতারা আশ্রয় নেন গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে এনসিপির পক্ষ থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ আয়োজন করা হয়েছিল।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথর বিক্রি ৪.৩ মিলিয়ন ডলারে! Jul 17, 2025
img
লয়েড-ভিভ-লারার ‘ক্রাইসিস সামিট’ Jul 17, 2025
img
শহীদ পরিবারের জন্য এককালীন অনুদান হচ্ছে, ভাতাও হবে : ফারুক-ই-আজম Jul 17, 2025
img
কোকে আখের চিনি ব্যবহারের পরামর্শ ট্রাম্পের Jul 17, 2025
img
এ ধরনের গুজব তো নতুন না : অপু বিশ্বাস Jul 17, 2025
img
ইসির ওয়েবসাইটে ফের ফিরল আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক Jul 17, 2025
img
ফরিদপুরে এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার Jul 17, 2025
img
৯০ মিনিট খেলেও ম্লান মায়ামির আর্জেন্টাইন তারকা Jul 17, 2025
img
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা, তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী Jul 17, 2025
img
খুলনা ত্যাগ করে ফরিদপুরের উদ্দেশে এনসিপি নেতারা Jul 17, 2025
img
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু Jul 17, 2025
img
লন্ডনের দোকানে অপমান, ১০টা টাই কিনে জবাব দিলেন অমিতাভ বচ্চন Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনা গোয়েন্দা ব্যর্থতা : জাহেদ উর রহমান Jul 17, 2025
img
গাজা নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প Jul 17, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৪ ফিলিস্তিনি Jul 17, 2025
img
এই সংঘাতের জন্য এনসিপি প্রস্তুত ছিল না : মোস্তফা ফিরোজ Jul 17, 2025
img
বগুড়ায় ঘরে ঢুকে ২ নারীকে হত্যা, আশঙ্কাজনক অবস্থা আরেকজনের Jul 17, 2025
img
পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় ৪৪ চাঁদাবাজ গ্রেফতার Jul 17, 2025
img
বিবেক বিবর্জিত কথা বলে তারেক রহমানের ইমেজকে নষ্ট করা যাবে না : আবুল খায়ের ভূঁইয়া Jul 17, 2025
img
গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ, পরিস্থিতি থমথমে Jul 17, 2025