ডোপিংয়ের দায়ে ৪ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রিটিশ নারী টেনিস খেলোয়াড় টারা মুর।
মঙ্গলবার (১৫ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে ২০২৮ সালের আগে কোর্টে ফেরা হচ্ছে না ৩২ বছর বয়সি এই খেলোয়াড়ের।
২০২২ সালের জুনে মুরের শরীর থেকে নেওয়া ডোপ পরীক্ষার নমুনায় নিষিদ্ধ উপাদান শনাক্ত হয়। এরপর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে নির্দোষ ঘোষণা করলেও আন্তর্জাতিক ক্রীড়া আদালত (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস - সিএসএ) সেই রায় বাতিল করে চার বছরের নিষেধাজ্ঞা বহাল রাখে।
সিএসএ জানিয়েছে, মুরের দাবি অনুযায়ী তিনি যে মাংস খেয়েছিলেন তাতে নিষিদ্ধ উপাদান ছিল এই যুক্তির পক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেননি তিনি।
তবে টারা মুর সবসময়ই দাবি করে আসছেন, তিনি কখনও জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। স্বাধীন ট্রাইব্যুনালও পূর্ববর্তী রায়ে বলেছিল, ডোপ পরীক্ষার আগের খাবারে নিষিদ্ধ উপাদান থাকতে পারে। মুরের চার বছরের নিষেধাজ্ঞা থেকে আগে থাকা ১৯ মাসের সাময়িক নিষেধাজ্ঞার সময় বাদ পড়বে বলে জানা গেছে।
পিএ/এসএন