গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো।

তিনি বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গোপালগঞ্জের একজন সাধারণ মানুষকেও যেন হেনস্তা করা না হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এনসিপির উদ্যোগে ‘দশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে এ পদযাত্রার আয়োজন করা হয়।

বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম সমবেতদের ‘প্রিয় ফরিদপুরবাসী’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন। এরপর তিনি বলেন, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গতকাল আপনারা গোপালগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমরা জানি সারা বাংলাদেশ প্রস্তুত ছিল গোপালগঞ্জ যাওয়ার জন্য। আমরা অবশ্যই যাবো। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জে যাবো।

তিনি বলেন, আমরা দেখছি অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, আবার গ্রেপ্তার হয়ে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া আগাচ্ছে না। প্রশাসনের বিভিন্নস্তরে যারা স্বৈরাচারের দোসর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাবো না।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আসছি সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে। আজকে পর্যন্ত বলে আসছি, আমাদের পথ মধ্যমপন্থা, আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণ প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু পিছপা হই না। লাঠি হাতে তুলে নিতে পিছপা হই না। গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত ছিলাম।

নাহিদ ইসলাম বলেন, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এ দেশের জনগণ দেখেছে। মুজিবাদী সন্ত্রাসীদের ৫ আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনও সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জ জেলায় মার্চ করবো এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে পিরে আসবো।

তিনি বলেন, যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রায় আপক্রমণ করে, বাধা দিয়ে, সশস্ত্র হামলা করে থামিয়ে দেবেন তারা ভুলে গেছেন, কাদের সামনে দাঁড়িয়েছে। তারা মৃত্যুর মুখ থেকে বার বার ফিরে এসেছে। তাদের নেতৃত্বে এ জুলাই পদযাত্রা থামবে না। ৬৪ জেলায় এ পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের ওয়াদা এবং ৩ আগস্টের মধ্যে ৬৪ জেলায় পদযাত্রা শেষ করে শহীদ মিনারে ইাশতেহার ও জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে আমরা জড়ো হবে। পদযাত্রা চালাচ্ছি, পদযাত্রা চলবে, যা কিছু হয়ে যাক এ পদযাত্রা থামবে না।

সভায় উপস্থাপনা করেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব আখতার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিন শহরের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়। জনসভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে পুলিশ মোতায়েনর করা হয়। পাশাপাশি, টহল দেন সেনাবাহিনীর সদস্যরা। জনসভাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ জন Sep 14, 2025
img
নেপালিরা আমাদের চেয়ে বুদ্ধিমান, কম মতলববাজ : মাসুদ কামাল Sep 14, 2025
img
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার চারজন Sep 14, 2025
img
আল্লাহ চাননি আমি নির্বাচিত হই, হয়তো ভালো কিছু রেখেছেন: আরিফ উল্লাহ Sep 14, 2025
img
লন্ডনে হামলার শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট Sep 14, 2025
img
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, নিন্দা জানালো সরকার Sep 14, 2025
img
বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা Sep 14, 2025
img
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Sep 14, 2025
img
ভোট বর্জন করেও জাকসুর ভিপি-জিএস পদে কত ভোট পেল ছাত্রদল? Sep 14, 2025
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Sep 14, 2025
img
২৫ বছরের জন্য বাফুফেকে ৮ জেলা স্টেডিয়াম বরাদ্দ Sep 14, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে হারে সুপার ফোর স্বপ্নে বড় ধাক্কা টাইগারদের Sep 14, 2025
img
জাকসুর ভিপি জিতুর ছাত্রলীগ থেকে পদত্যাগের কারণ কী? Sep 14, 2025
img
সেই ফাইয়াজের ভাই এবার জাকসুর জিএস Sep 13, 2025
img
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার Sep 13, 2025
img
জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই Sep 13, 2025
হাইকমিশনের খালি গাড়িতে ডিম নিক্ষেপ, নিরাপদেই ছিলেন মাহফুজ আলম Sep 13, 2025
‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে’ Sep 13, 2025
img
লিটমাস টেস্টের ফল কী বার্তা দিচ্ছে? Sep 13, 2025
img
চীনা বাণিজ্য সম্মেলনে যোগ দিল বাংলাদেশি প্রতিনিধি দল Sep 13, 2025