প্রায় দুই দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফরের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংশ্লিষ্ট একাধিক সূত্র ট্রাম্পের সম্ভাব্য সফরের কথা নিশ্চিত করেছে। যদি সফরটি বাস্তবায়িত হয়, তবে ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের পর এটিই হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তিনি এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানেন না।
সম্প্রতি হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে স্বাগত জানিয়ে এক নজিরবিহীন বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এই সফরের সম্ভাব্যতার পেছনে রয়েছে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে নতুন করে ঘনিষ্ঠতা তৈরির কূটনৈতিক প্রচেষ্টা।
টিকে/