বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারকা সন্তানদের এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। তবে সন্তানকে গণমাধ্যম থেকে দূরে রাখার প্রবণতা দিন দিন বাড়ছে।
বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে শুরু করে রণবীর কাপুর-আলিয়া ভাট পর্যন্ত, অনেকেই তাদের সন্তানদের ক্যামেরার আড়ালে রাখছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সদ্য মা-বাবা হওয়া সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।
গত মঙ্গলবার সিদ্ধার্থ ও কিয়ারার ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। এই সুখবর নিজেরাই জানিয়েছেন তারা। এরপরই তারা এক অভিনব পন্থায় পাপারাজ্জিদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাদের নবজাতক কন্যার ছবি না তোলা হয়।
বুধবার দুপুরে তারকা দম্পতি পাপারাজ্জিদের কাছে গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠিয়েছেন। সঙ্গে ছিল একটি কার্ড, যেখানে লেখা ছিল ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।’
এই ঘটনা বলিউড পাড়ায় নতুন নয়। এর আগে বিরুষ্কা দম্পতি তাদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই একই ধরনের 'নো ফটো পলিসি' অনুসরণ করেছেন।
সম্প্রতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও তাদের মেয়ে দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের সঙ্গে মিষ্টিমুখ করিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যেন মেয়ের ছবি না তোলা হয়।
পিএ/এসএন