ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এর সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। ১৯ জুলাই শেষ দিন হিসেবে অফিস করবেন রজার। এরপরই দায়িত্ব ছাড়ছেন তিনি।
২০২২ সালের অক্টোবরে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সরে দাঁড়ানোর পর নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রজার বিনি। বিসিসিআইয়ের
গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মেয়াদ থাকে ৩ বছর। ফলে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মেয়াদ থাকার কথা রজার বিনির। তবে মেয়াদ সম্পূর্ণ না হওয়ার আগেই রজারের দায়িত্ব ছাড়ার কারণও গঠনতন্ত্র মোতাবেক।
গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআইয়ের সভাপতির বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না। ১৯ জুলাই রজার বিনির বয়স ৭০ বছর পূর্ণ হবে। ফলে সেদিনই দায়িত্ব ছাড়বেন রজার।
ভারতের হয়ে ১৯৭৯ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে ২৭ টেস্ট ও ৭২ ওয়ানডে খেলেছিলেন বিনি। এর মাঝে ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত, যে দলের অংশ ছিলেন রজার। সৌরভ গাঙ্গুলীর বিদায়ের পর বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন রজার বিনি। তার সময়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ঘুচেছে ২০১৩ সালের পর আইসিসি ট্রফি জিততে না পারার অপেক্ষাও। এছাড়া ২০২৩ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এছাড়া ২০২৩ সাল থেকে নারীদের প্রিমিয়ার লিগও (ডব্লিউপিএল, যা নারীদের আইপিএল হিসেবে পরিচিত) শুরু হয়েছে রজার দায়িত্বে থাকা অবস্থাতেই।
আসন্ন সেপ্টেম্বরে বিসিসিআই বাৎসরিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। রজার বিনি পদত্যাগ করলে আপাতত ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে থাকা রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী ক্রিকেট প্রশাসক রাজীব কংগ্রেস থেকে নির্বাচিত সাবেক রাজ্যসভা সংসদ সদস্য। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আইপিএল কমিশনারের দায়িত্বে। ২০২০ সালে বিসিসিআইয়ের সহ-সভাপতি হন রাজীব, এখনও আছেন সেই দায়িত্বেই।
এফপি/টিএ