'বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয়'

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন সম্পত্তি লেনদেনের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যেখানে বলা হয়েছে, লন্ডনে থাকা তাদের বেশ কয়েকটি সম্পত্তি বিক্রি, বন্ধক বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন দাবি করেছেন, ‘যে সম্পত্তিগুলো বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ বা ফ্রিজ করা হয়েছে, সেগুলো অন্যত্র লেনদেনের কথা নয়।’

রোববার (২০ জুলাই) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আক্তার হোসেন বলেন, ‘এ বিষয়টি আমার জানতে হবে। এনসিএ (ন্যাশনাল ক্রাইম এজেন্সি-যুক্তরাজ্য নিরাপত্তা সংস্থা) যে কার্যক্রম গ্রহণ করেছে তাতে; যে সম্পত্তিগুলো ইতোমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলো অন্যত্র বিক্রি করার কথা নয়। এখান থেকে যেগুলো পাঠানো হয়েছে সেগুলোর ভিত্তিতে তারা তাদের কাজ করেছে। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো সম্পত্তির কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের জমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক বছরে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানাধীন অন্তত ২০টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে। এসব আবেদন বিক্রি, হস্তান্তর কিংবা বন্ধক সংক্রান্ত।

প্রসঙ্গত, বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে গত মে মাসে যুক্তরাজ্যের এনসিএ সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের প্রায় ১ হাজার ৪৭৯ কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। এর আগে গত এপ্রিল মাসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২ হাজার ৭৭৬ কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে ৩০০টির বেশি সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত তার ও পরিবারের নামে থাকা ৫৮০টি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়।

চলতি বছরের মার্চে মাসে সালমান এফ রহমানের পরিবারের বিরুদ্ধেও ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত চলাকালে এইসব ব্যক্তিরা যেন সম্পত্তি লেনদেন করতে না পারেন, সে লক্ষ্যে আরও সম্পদ জব্দ ও নজরদারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে।

দুদক সূত্র বলছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চললে কিংবা আদালতের আদেশে যদি স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ থাকে, তাহলে সেটি বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখা আইনগতভাবে অবৈধ। বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা ও আনুষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ সব ক্ষেত্রে সম্ভব হয় না।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘হুমায়ূন ভাইয়ের দীর্ঘদিন বেঁচে থাকাটা ভীষণ দরকার ছিল’, স্মরণে আফসানা মিমি Jul 21, 2025
img
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ভাঙচুর Jul 21, 2025
img
সালমানের সাবেক প্রেমিকার বাড়িতে চুরি ও ভাঙচুর Jul 21, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানসহ ২ জনের বিরুদ্ধে শীঘ্রই দুর্নীতির চার্জশিট দাখিল Jul 21, 2025
img
এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ Jul 21, 2025
img
যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচনবিরোধী : টুকু Jul 21, 2025
img
স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি পরে ম্যাচ উপভোগ করেছেন ব্রিটিশ হাইকমিশনার Jul 21, 2025
img
চট্টগ্রামে পদযাত্রার সমাবেশ শেষে এনসিপির দু'পক্ষের হাতাহাতি Jul 21, 2025
img
এএফসির নিয়ম ভেঙে শাস্তি পেলো বাফুফে Jul 21, 2025
img
অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন নেতানিয়াহু Jul 21, 2025
img
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমনের মন্তব্য Jul 21, 2025
img
বাংলাদেশে আপনি খুব একটা ভালো উইকেট পাবেন না : ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক Jul 21, 2025
img
যদি কখনও জেলে যাই, উঁচু কমোড কি পাব: প্রেস সচিব Jul 21, 2025
img
চিকিৎসার খোঁজ নেওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ জামায়াত আমিরের Jul 21, 2025
img
মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ Jul 20, 2025
img
রাজবাড়ীতে হেলিকপ্টারে চড়ে ইমামের রাজসিক বিয়ে Jul 20, 2025
img
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য Jul 20, 2025
img
জিম্বাবুয়ের হ্যাটট্রিক হার, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড Jul 20, 2025
img
পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের অভিনন্দন জানাল আসিফ মাহমুদ Jul 20, 2025
img
‘ডিজিটাল সুবিধা নাগরিক সেবা কেন্দ্রের আওতায় আনা হচ্ছে’ Jul 20, 2025