টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীতে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে টঙ্গীর খাঁপাড়া এলাকার আজগর আলী মোল্লার ছেলে আওয়ামী লীগ নেতা মো. বাহাদুর আলী (৪৩), ও সাতাইশ কাজীপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে যুবলীগ নেতা জাহাঙ্গীর (৪০)।
বাকি পাঁচজন ছিনতাইকারী বলে জানায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ সাতজনকে গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।