বারাক ওবামাকে গ্রেফতারের কৃত্রিম ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি এআই-নির্ভর ভিডিও পোস্ট করেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে— হোয়াইট হাউসে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করছে এফবিআই।

ভিডিওতে ওবামাকে জেলখানায় কমলা পোশাকেও দেখা যায়। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ।

সোমবার পোস্ট করা এই ভিডিওর শুরুতেই ওবামার একটি কণ্ঠস্বর ব্যবহার করে বলা হয়, “বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে”। তারপর একে একে জো বাইডেনসহ কয়েকজন মার্কিন রাজনীতিককে বলতে শোনা যায়, “আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

এরপর ভিডিওতে ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয়— যেখানে কিছুক্ষণের মধ্যেই এফবিআই এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবশেষে ওবামাকে কারাগারে বন্দি অবস্থায় দেখা যায়।
এই এআই ভিডিও সামনে এলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য “জাল ও বিকৃত” করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়েই।

গ্যাবার্ড বলেন, ১১৪ পৃষ্ঠার একটি ইমেইল নথি (যার অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে) থেকে জানা গেছে, ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা বিশ্লেষণ বিকৃত করেছিল, যাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরা যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, “তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে হটানো এবং আমেরিকান জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করা। এ চক্রান্তে জড়িত যত বড় ক্ষমতাবানই হোক না কেন, সবাইকে তদন্তের আওতায় এনে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের প্রজাতন্ত্রের গণতান্ত্রিক ভিত্তি রক্ষার জন্য এটাই জরুরি।”

গ্যাবার্ড আরও জানান, এসব দলিল বিচার বিভাগের কাছে ফৌজদারি তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। ট্রাম্প এই উদ্যোগের প্রশংসা করে লিখেছেন, “তুলসি গ্যাবার্ডকে অভিনন্দন! চালিয়ে যাও!!!”

এদিকে ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই জানতে চান, সত্যিই কি বারাক ওবামা গ্রেপ্তার হতে যাচ্ছেন কিনা?

একজন লিখেছেন, “অ্যারেস্ট ওবামা ট্রেন্ড করছেন? সত্যিই ওবামাকে গ্রেপ্তার করা হবে, আপনারা তাই ভাবছেন?” আরেকজন বলেন, “এটা কি বাস্তব? ওবামাকে কি সত্যিই গ্রেপ্তার করা হতে পারে?”

মূলত ট্রাম্পের পোস্ট করা ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এতে ব্যবহৃত সব ফুটেজ, কণ্ঠস্বর ও মুখাবয়বের অভিব্যক্তি ডিজিটালভাবে বানানো। ভিডিওটি বাস্তব নয় এবং ওবামার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভিডিও তৈরি বর্তমানে রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভিডিও বিভ্রান্তি ছড়াতে পারে, যার ফলে জনমত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে এসব ভিডিও দেখার আগে এর সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
“সিতারে জমিন পর” চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন ফারহান আখতার! জানালেন আমির খান Jul 23, 2025
img
মাঠ থেকে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন উচ্ছ্বসিত তামিম Jul 23, 2025
img
রাশমিকার নতুন পরিচয়, লঞ্চ করলেন নিজের পারফিউম ব্র্যান্ড ‘ডিয়ার ডায়রি’ Jul 23, 2025
img
প্রকাশিত হলো ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর পোস্টার, ভেসে উঠলো আগুনে ঘেরা পানডোরা Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন প্রাণ হারাল আরও একজন, প্রাণহানি বেড়ে ৩২ Jul 23, 2025
৪ দল এক টেবিলে! জা/মা/য়াত যা বলল প্রধান উপদেষ্টাকে Jul 23, 2025
প্রধান উপদেষ্টার ডাকে ৪ দল এক টেবিলে! যা বললেন আসিফ নজরুল Jul 23, 2025
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : ভেতরে যা ছিল, দেখে স্তম্ভিত সবাই! Jul 23, 2025
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতে- র সংখ্যা বেড়ে ৩১, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনছে সরকার Jul 23, 2025
img
৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, নিখোঁজদের পরিবারকে নমুনা দেয়ার অনুরোধ Jul 23, 2025
বাংলাদেশের সিরিজ জয়ে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের বিখ্যাত জলিল চাচা Jul 23, 2025
img
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 23, 2025
আমার নয়, সব কৃতিত্ব প্লেয়ারদের; মাইলস্টোনের বাচ্চাদের জন্য মন কাঁদছে; বুলবুল Jul 23, 2025
img
সাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৮ জেলে উদ্ধার Jul 23, 2025
img
লিটনের নেতৃত্বে টানা দুই ইতিহাস, রেকর্ড হলো আরও Jul 23, 2025
img
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিং এ পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল : জাকের Jul 23, 2025
img
বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ Jul 23, 2025
img
ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের Jul 23, 2025