পদত্যাগ করলেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

স্বাস্থ্যগত জটিলতায় চিকিৎসকের পরামর্শে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উপ-রাষ্ট্রপতি জগদীপের পদত্যাগের এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে এখন নিজের স্বাস্থ্যকে ‌‌‘‘অগ্রাধিকার’’ দেবেন বলে উল্লেখ করেছেন।

দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক চিঠিতে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। পদত্যাগপত্রে ধনখড় লিখেছেন, আমি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য ভারতের উপ-রাষ্ট্রপতির পদ থেকে সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করছি। আমার এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

চিঠিতে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘‘আমার মেয়াদকালে আপনার অবিচল সহানুভূতি ও হৃদ্যতাপূর্ণ কর্মসম্পর্কের জন্য আন্তরিক ধন্যবাদ।’’

তিনি লিখেছেন, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন অমূল্য ছি। এই দায়িত্ব পালনকালে আমি অনেক কিছু শিখেছি।’’

পাশাপাশি তিনি লেখেন, "সকল মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে আমি যে আস্থা এবং স্নেহ পেয়েছি তা সর্বদা আমার স্মৃতিতে লালিত থাকবে। আমাদের মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতি হিসেবে আমি যে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছি তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।"

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব সূচকীয় উন্নয়ন প্রত্যক্ষ করা এবং তাতে অংশগ্রহণ করাটা সৌভাগ্য এবং তৃপ্তির বিষয়। দেশের ও জাতির ইতিহাসের এই পরিবর্তনের সময় আমি দেশের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছি। এই পদ ত্যাগ করার সঙ্গেই ভারতের বিশ্বব্যাপী উত্থান এবং অসাধারণ সাফল্যে আমি গর্বিত ও দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অটল আস্থা রাখছি।

১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু সংসদীয় আসন থেকে নবম লোকসভায় নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯৩-১৯৯৮ সালে আজমির জেলার কিষাণগড় নির্বাচনী এলাকা থেকে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন।

লোকসভা এবং রাজস্থান বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ইউরোপীয় সংসদে একটি সংসদীয় দলের উপনেতার দায়িত্বেও ছিলেন জগদীপ ধনখড়। এরপর ২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাগেরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের Nov 07, 2025
img
কাছের মানুষ হারালেন হৃতিকের প্রাক্তন স্ত্রী Nov 07, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি উইলিয়ামসনের Nov 07, 2025
img
জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় : তাহের Nov 07, 2025
img
ওমরাহ পালন করতে সৌদি গেলেন সারজিস আলম Nov 07, 2025
img
উত্তম কুমারের নায়িকা সুলক্ষণা আর নেই Nov 07, 2025
img
উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে Nov 07, 2025
img
মা হওয়া জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় Nov 07, 2025
img
‘১২০ বাহাদুর’ ছবির ট্রেলারে মন্ত্রমুগ্ধ দর্শকরা Nov 07, 2025
img
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথে কাজাখস্তান Nov 07, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮৮ Nov 07, 2025
img
সাহসী মন্তব্যে ফের বিতর্কে রাশমিকা মান্দানা Nov 07, 2025
img
রাম চরণ-জাহ্নবী কাপুরের ‘চিকিরি’ গানে মুগ্ধ দর্শক Nov 07, 2025
img
জাহানারা চাইলে সরকার আইনগত ব্যবস্থা নেবে: ক্রীড়া উপদেষ্টা Nov 07, 2025
img
‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি Nov 07, 2025
img
আল্লু অর্জুনকে নিয়ে ফিরছে ‘সরাইনোডু’-এর সিক্যুয়েল Nov 07, 2025
img
সালমান খানের বিজ্ঞাপন নিয়ে আইনি বির্তক Nov 07, 2025
img
বিচ্ছেদের পথে নীল-ঐশ্বরিয়া Nov 07, 2025
img
রাজধানীতে আ. লীগের ৬ নেতাকর্মী আটক Nov 07, 2025
img
যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বন্ধ করে দিচ্ছে বিমানবন্দরগুলো Nov 07, 2025