গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) একটি বিশেষ দল রাজধানী ঢাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
ইউটি/টিএ