মাইলস্টোনের ঘটনা: ক্ষতিপূরণের দাবি জানিয়ে শোক প্রস্তাব ঐকমত্য কমিশনের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সরকারের প্রতি বিমান বিধ্বস্তের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া অনুরোধ জানানো হয়। পরে প্রস্তাবে স্বাক্ষর করেন রাজনৈতিক দলগুলোর নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৭তম দিনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবারের আলোচনার শুরুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা একটি গভীর শোকাবহ সময়ে আলোচনায় অংশ নিয়েছি। বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি, নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছি।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, আমাদের হাতে সময় খুবই স্বল্প। কয়েকদিনের মধ্যে যাতে জুলাই সনদ স্বাক্ষরের কাজ সম্পন্ন করা যায়, সেজন্য দলগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন।

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের আলোচ্যসূচির মধ্যে রয়েছে– প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব (সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ), নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়।

বৈঠকের সঞ্চালনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, এমন একটি সকালে আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, যখন পুরো দেশ শোকাহত। ফুলের মতো তাজা প্রাণ ঝরেছে। অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কিন্তু আমাদের সময় স্বল্পতায় আলোচনা স্থগিত রাখার সুযোগ নেই।

বৈঠকে আরও উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
পোলকা ডটের পোশাকে নজর কাড়ল বলিউড অভিনেত্রীরা Jan 01, 2026
img
‘ডন ৩’-এ রানবীরের বিদায়ের পর হৃত্বিকের সম্ভাবনা ! Jan 01, 2026
img
মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞায়, তবুও বিশ্ববাজারে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’ Jan 01, 2026
img
জানুয়ারি ২০২৬: সুপারস্টারদের ভিড়ে রেকর্ড গড়ার লড়াই ! Jan 01, 2026
img
মথুরায় অভিনেত্রী সানি লিওনের নববর্ষের অনুষ্ঠান বাতিল Jan 01, 2026
img
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক Jan 01, 2026
img
২ দশকে ভারতীয় সিনেমার মোড় ঘোরানো ৩ ছবি Jan 01, 2026
img
গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে, প্রশ্ন তারেকের Jan 01, 2026
খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ Jan 01, 2026
জানাজায় এসে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন মঞ্চ-২৪ এর আহবায়ক Jan 01, 2026
img
নববর্ষে আবেগ ছড়াল দেশপ্রেমের ছবি ‘ইক্কিস’ Jan 01, 2026
img
ভারতের শোকবার্তা রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যানের দাবি ডাকসু নেতার Jan 01, 2026
খালেদা জিয়ার প্রয়াণে ভারতের জলপাইগুড়িতে শোকের ছায়া Jan 01, 2026
খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিএনপি নেতা কাইয়ুম Jan 01, 2026
বিশ্ব স্বীকৃত আপোষহীন নেত্রী বাংলাদেশের অহংকার Jan 01, 2026
চিরনিদ্রায় আপসহীন নেত্রী, রেকর্ড জনসমুদ্র Jan 01, 2026
img
ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই, নববর্ষের ভাষণে পুতিন Jan 01, 2026
আরিয়ানের নাম জড়ালেই আলোচনায় লারিসা Jan 01, 2026
img
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিরপুরে আতশবাজি ফোটানোর সময় অগ্নিকাণ্ড Jan 01, 2026
img
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় পুতিন ও জিনপিংয়ের Jan 01, 2026