২০২৫ সালের সবচেয়ে সফল হিন্দি ছবি ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখালেও বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে। তীব্র পাকিস্তান-বিরোধী বক্তব্যের কারণে গোটা মধ্যপ্রাচ্যে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় নির্মাতাদের আনুমানিক ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা। রণবীর সিং ও সঞ্জয় দত্ত অভিনীত এই স্পাই থ্রিলারটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছে তার টানটান গল্প ও শক্তিশালী অভিনয়ের জন্য।
নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপে রেকর্ড ব্যবসা করেছে ‘ধুরন্ধর’, উল্লেখযোগ্যভাবে কোনও আঞ্চলিক ভাষার সংস্করণ ছাড়াই। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো ভারতীয় ছবির বড় আয়ের উৎস হওয়ায় এই নিষেধাজ্ঞা আর্থিকভাবে বড় ক্ষতি। আদিত্য ধর পরিচালিত ছবিটির সাফল্য আরও বাড়িয়েছে ‘ধুরন্ধর টু’-এর প্রত্যাশা, যা মুক্তি পাওয়ার কথা ১৯ মার্চ ২০২৬।
এবি/টিকে