নতুন বছরের শুরুতেই আবেগে ভাসাল প্রতীক্ষিত যুদ্ধজীবনী ছবি ‘ইক্কিস’। একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে শহিদ বীর অরুণ খেতরপালের জীবনের কাহিনি নিয়ে নির্মিত এই ছবিতে বিশেষ চমক হয়ে এসেছে এক হৃদয়ছোঁয়া বাবা-ছেলের সংযোগ। ছবিতে ধর্মেন্দ্রর চরিত্রের তরুণ বয়সের কণ্ঠে শোনা যাবে তাঁরই ছেলে ববি দেওলের কণ্ঠস্বর। প্রয়াত বাবার চরিত্রে ছেলের এই কণ্ঠদান দর্শকের আবেগ আরও গভীর করেছে।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আগস্ত্য নন্দা। পরিচালনায় শ্রীराम রাঘবান। দুই ঘণ্টা সাতাশ মিনিট দৈর্ঘ্যের ছবিটি মুক্তি পেয়েছে নতুন বছরের প্রথম দিনে। প্রাথমিক প্রতিক্রিয়ায় ছবিটিকে বলা হচ্ছে আবেগঘন ও শক্তিশালী। নতুন বছরের প্রথম ছবি, প্রথম চোখের জল, প্রথম করতালি—সব মিলিয়ে ‘ইক্কিস’ হয়ে উঠেছে স্মরণীয়।
এবি/টিকে