হঠাৎ এক চমকপ্রদ খবর—‘ডন ৩’-থেকে সরে দাঁড়ালেন রণবীর সিং, এবং এখন আইকনিক চরিত্রটি হৃত্বিক রোশনকে দেওয়ার কথা ভাবা হচ্ছে। ‘ডন ২’-তে ছোট একটি ক্যামেরো অভিজ্ঞতা থাকা হৃত্বিকের ঠাণ্ডা ও কারিশ্মার স্ক্রিন উপস্থিতি চরিত্রটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
রণবীরের প্রত্যাহার মূলত ‘ধুরন্ধর’-এর পর বিভিন্ন চরিত্রে নিজেকে খুঁজে দেখার আকাঙ্ক্ষার কারণে। তিনি একটিমাত্র একশন ও অ্যান্টি-হিরো চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাইছেন না। এই সুযোগে হৃত্বিক, যিনি তীক্ষ্ণ ও জটিল চরিত্রে পারদর্শী, প্রধান ভূমিকা নিতে পারেন।
ফারহান আখতার পরিচালিত এই ছবির শুটিং ২০২৬-এর প্রথম দিকে শুরু হওয়ার কথা, এবং কৃতি স্যানন থাকবেন নায়িকা হিসেবে। শাহরুখ খানের সঙ্গে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকার এবার হৃত্বিকে পেতে পারে—যা ফ্যানদের মধ্যে উত্তেজনার নতুন ঢেউ সৃষ্টি করেছে।
এবি/টিকে