সাফের মঞ্চে সাগরিকার পুরস্কার নিয়ে ভজঘট

নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সাফ অ-২০ নারী টুর্নামেন্ট গতকাল শেষ হয়েছে। বাংলাদেশ-ভুটান ম্যাচ দুই মাঠে দুই অর্ধ পরিচালনা করায় বিরল ঘটনার সৃষ্টি হয়েছিল। গতকাল টুর্নামেন্টের শেষ দিনেও জন্ম দিয়েছে নানা প্রশ্ন।

যে কোনো টুর্নামেন্টে সবচেয়ে বড় আকর্ষণ টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। সদ্য সমাপ্ত সাফ অ-২০ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার নিয়ে ভজকট পরিস্থিতি সৃষ্টি করেছে সাফ। বাংলাদেশের ফুটবলার সাগরিকাকে মোস্ট ভেল্যুয়েবল পুরস্কারের স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে গতকাল সাফের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও হয়েছে। ফেসবুক ও সাগরিকার ট্রফিতে মোস্ট ভেল্যুয়েবল থাকলেও পুরস্কার প্রদান মঞ্চে উপস্থাপক তাকে গতকালের ম্যাচের সেরা বলেছেন। বাফুফে ফেসবুক ও মিডিয়ায় আবার সাগরিকার স্বীকৃতিতে মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার (ফাইনাল) আখ্যায়িত করছে। অথচ টুর্নামেন্টে আনুষ্ঠানিক কোনো ফাইনাল ম্যাচ নেই।

সাফের ফেসবুক পোস্ট ও ট্রফি, পুরস্কার প্রদান মঞ্চে উপস্থাপকের তথ্য ও বাফুফের পোস্টে তিন রকম দাঁড়িয়েছে সাগরিকার স্বীকৃতি। আজ সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেলকে এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'টুর্নামেন্ট সেরা নয় গতকালের ম্যাচ সেরার স্বীকৃতি দেয়া হয়েছে।'

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে আনুষ্ঠানিক কোনো ফাইনাল ম্যাচ নেই। অন্য ১১ ম্যাচে ম্যাচ সেরার স্বীকৃতি ছিল না। বাংলাদেশ-নেপাল ম্যাচেই কেন ম্যাচ সেরার স্বীকৃতি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বয়সভিত্তিক পর্যায়ে টুর্নামেন্টে কোনো প্রাইজমানি নেই। ট্রফিই ফুটবলারদের প্রাপ্তি সেখানে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি থাকবে না কেন? এর উত্তরে তিনি বলেন, 'আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করছি। সামনে খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি ম্যাচেই সেরার স্বীকৃতি দেয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য স্বীকৃতিও।'

ম্যাচ সেরার স্বীকৃতি সাধারণত ছোট ক্রেস্ট দেয়া হয়। সাগরিকা যে ট্রফি পেয়েছেন এটা মূলত সেরা খেলোয়াড়ের পুরস্কারের মতোই। টুর্নামেন্ট সেরার পুরস্কার আনুষ্ঠানিক না থাকলেও সেরা গোলরক্ষক (বাংলাদেশের মিলি) ও সর্বোচ্চ গোলদাতা পূর্ণিমা রায় ট্রফি পেয়েছেন।

এবার সাফে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলেছে। সাগরিকা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের মাঝামাঝি সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৷ এজন্য তিনি তিন ম্যাচ খেলতে পারেননি ৷ টুর্নামেন্টে যিনি অর্ধেকের বেশি সময় খেলতে পারেননি এবং শাস্তির খড়গে ছিলেন। সেই ফুটবলার টুর্নামেন্ট সেরা হলে বড় প্রশ্ন উঠবে এজন্য সাফ কাল পুরস্কার মঞ্চে মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচের ঘোষণা দিয়েছে শেষ মুহূর্তে। আজ নানা সমালোচনার পর সাফ ফেসবুক পোস্টও এডিট করেছে।

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এখনো সাফের সভাপতি হিসেবে আছেন। সালাউদ্দিন সাফ সভাপতি হলেও ফাইনালের মঞ্চে থাকেন কদাচিৎই। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত পুরুষ বয়সভিত্তিক, অক্টোবরে নারী সাফ কোনোটাই তিনি ছিলেন না৷ ঢাকায় অনুষ্ঠিত সাফের অনেক টুর্নামেন্টে তিনি ফাইনালে থাকলেও মঞ্চে যেতেন না। ঢাকায় সাফ অ-২০ নারী টুর্নামেন্টে একদিনও তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। এমনকি কাল পুরস্কার প্রদান মঞ্চেও অনুপস্থিত ছিলেন। সভাপতির অনুপস্থিত নিয়ে সাধারণ সম্পাদক ক্যাটেলের মন্তব্য, 'সভাপতির উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।'

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
নিজের বাড়িতেই পাঁচ বছর ধরে হেনস্থার শিকার, দাবি তনুশ্রীর Jul 23, 2025
img
মাইলস্টোন দুর্ঘটনায় বাংলাদেশ সম্ভাবনাময় সন্তানদের হারিয়েছে : প্রিন্স Jul 23, 2025
img
ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আর কোনো কিছু আমি হিসাব করি না: জাকের আলী Jul 23, 2025
img
প্রোটিয়া ব্যাটারের রেকর্ড ইনিংসে থামল টাইগার যুবাদের হোয়াইটওয়াশ স্বপ্ন Jul 23, 2025
img
আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন: পড়শী Jul 23, 2025
img
জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের Jul 23, 2025
img
রূপের মানদণ্ডে বিচার, হারিয়ে যাচ্ছিল আত্মবিশ্বাস Jul 23, 2025
img
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের কনসার্ট থেকে আয়ের অংশ দান করবেন জেমস Jul 23, 2025
img
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা Jul 23, 2025
img
শারীরিক জটিলতা কাটিয়ে বাড়ি ফিরলেন ৭৫ বছরের রাকেশ রোশান Jul 23, 2025
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Jul 23, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কাম্পালা, ঢাকার অবস্থান ২৩তম Jul 23, 2025
img
গাজায় অনাহারে একদিনে প্রাণ গেল ১৫ জনের Jul 23, 2025
img
ঢালিউডের ক্লাসিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার ধারাবাহিক রূপে! Jul 23, 2025
img
মেয়ের জন্মের পর কোন আশঙ্কায় ভুগছেন অভিনেত্রী রিচা? Jul 23, 2025
img
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিল সৌদি আরব Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
জামালপুরে হার্ডবোর্ডের চাপায় প্রাণ গেল ১ ব্যবসায়ীর Jul 23, 2025
img
ধারে এমিলিয়ানো মার্তিনেজকে ছাড়তে রাজি নয় অ্যাস্টন ভিলা Jul 23, 2025
img
মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র Jul 23, 2025