দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের বোলিং সহায়ক উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকের এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন, পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৫৫ রান। তাতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচ শেষে নিজের রান করা নিয়ে কথা বলেছেন জাকের আলী। সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভালো করতে পারলেই কেবল হিসাব করেন।
এ প্রসঙ্গে জাকের বলেন, ‘হ্যাঁ, ম্যাচ জেতানো ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আর কোনো কিছু আমি হিসাব করি না। যতই ভালো খেলি আমি হিসাব করি না। যদি আমার দল না জেতে তাহলে ব্যক্তিগতভাবে আমি ওইগুলো হিসেব করি না। তবে আজকে অবদান রাখতে পেরেছি, হিসেব করলাম।’
নিজের ছক্কা মারার এমন দক্ষতার রহস্যের কথা জানাতে গিয়ে দুই বছর আগে বিপিএলে মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার কথা নিয়ে জাকের বলেন, ‘আমি যেরকম প্রক্রিয়ার মধ্যে অনুশীলন করি ওইরকমই, এগুলো তো আপনারা দেখেনই। অতিরিক্ত অনুশীলনগুলো বাহিরে করি।
কিন্তু কিছু জিনিস পরিবর্তন করেছি। এগুলো তো দুই বছর আগেই বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সঙ্গে কাজ করেছি ওইসব ব্যাপারে।’
এমআর/এসএন