জেমস ক্যামেরনের মনস্তাত্ত্বিক কল্পজগত 'অ্যাভাটার' আবারও আলোচনার কেন্দ্রে। এক যুগের বেশি সময় ধরে বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করে রাখা এই সিরিজের নতুন অধ্যায় নিয়ে ফিরছেন নির্মাতা। 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ' শিরোনামে ছবিটির অফিসিয়াল পোস্টার অবমুক্ত হওয়ার পর থেকেই আলোড়ন শুরু হয়েছে ভক্তদের মাঝে।
পোস্টারে দেখা মিলেছে এক রহস্যময় নাভি যোদ্ধার মুখচ্ছবির। গাঢ় ছায়ায় ঢাকা সেই মুখে যুদ্ধরঙের রেখা, জ্বলন্ত কমলা চোখ দুটি যেন হুমকি ছুঁড়ে দিচ্ছে আগামি যুদ্ধের প্রতিপক্ষের প্রতি। তার পেছনে ছড়িয়ে রয়েছে জ্বলে ওঠা পালক আর ছাইয়ের কুন্ডলী—যা একসঙ্গে ধ্বংস আর পুনর্জন্মের ইঙ্গিত দেয়। পুরো পোস্টারজুড়ে রয়েছে অন্ধকার ও আতঙ্কের ছায়া, যা নতুন গল্পের আবহকে আরও ঘনীভূত করে তুলেছে।
চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। আর এই তারিখ জানার পর থেকেই শুরু হয়েছে দিন গোনা। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর পর এটি হবে সিরিজের তৃতীয় অধ্যায়, যেখানে পানডোরার বিস্তীর্ণ প্রান্তরে দেখা মিলবে নতুন ভূখণ্ডের, নতুন চরিত্রের, আর সর্বোপরি প্রকৃতি ও প্রযুক্তির দ্বন্দ্বের আরও ঘন এক যুদ্ধের।
সূত্রের দাবি, আগের অধ্যায়গুলোর তুলনায় এবার গল্পে থাকবে আরও গভীর আবেগ, পারিবারিক দ্বন্দ্ব, জাতিগত টানাপড়েন এবং ব্যক্তিগত আত্মত্যাগের করুণ ছবি। আগুনের রূপক এখানে কেবল ধ্বংস নয় নতুন শুরুরও প্রতীক।
এই পোস্টার প্রকাশের পর বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের মধ্যে আবারও ফিরে এসেছে সেই পুরনো উত্তেজনা, যার জন্ম হয়েছিল প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির সময়। বাংলাদেশেও এই উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বাংলা ভাষাভাষীদের অনেকেই পোস্টারটির সৌন্দর্য এবং রূপক তাৎপর্য নিয়ে আলোচনা করছেন, কেউ কেউ আবার আগামি মুক্তির দিনে প্রেক্ষাগৃহে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন।
পিএ/টিএ