ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্ট দিয়ে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন অংশুল কম্বোজ। অথচ টেস্ট দলে তিনি ছিলেনই না। তাকে ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলার জন্য। খেলে দেশেও ফিরে গিয়েছিলেন কম্বোজ। তবে আকাশদীপ, অর্শদীপ সিং চোট পাওয়ায় কপাল খুলে যায় তার।
২০২২ এর ফেব্রুয়ারিতে ত্রিপুরার বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। আর গত বছর তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এখনও পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন এই পেসার।
গত মৌসুমে বিজয় হাজরা ট্রফিতে ১০ ম্যাচে ১৭ উইকেট নেন কম্বোজ। তাতে প্রথমবার ট্রফি জেতে হরিয়ানা। গত বছরই আইপিএলে অভিষেক হয় তার। মুম্বইয়ের হয়ে তিনটি ম্যাচ খেলেন। এ বার ৩ কোটি ৪০ লাখ রুপিতে তাকে কিনেছিল চেন্নাই।
ছোট বেলায় মূলত ওজন কমাতে ক্রিকেটের অনুশীলন করতেন কম্বোজ। তবে সেখান থেকেই একসময় তিনি আসক্ত হয়ে পড়েন ক্রিকেটে। কম্বোজের বাবা বলেছেন, 'তার ওজন কমানোর জন্য ক্রিকেট খেলতে দিয়েছিলাম।'
'সতীশ রানাকে (কম্বোজের ছোটবেলার কোচ) আলাদা করে বলেছিলাম বল করাতে। ওর ওজন বেশি ছিল। সেটা ঠিক করতে চেয়েছিলাম। কোনো দিন ভাবিনি এক দিন ভারতের হয়ে খেলতে নামবে। যে দিন ওকে একাডেমিতে নিয়ে গিয়েছিলাম সে দিন থেকেই ক্রিকেটের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। সেটাই ওর জীবন হয়ে দাঁড়াল।'-যোগ করেন তিনি।
এফপি/টিএ