এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা ঢাকা থেকে অন্য কোথাও না সরালে থাকবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের সঙ্গে আরো তিন দলের বোর্ড যোগ দেবে না বলে সূত্রের বরাত দিয়ে জানায় ভারতের বেশ কটি সংবাদ মাধ্যম।
সেই সিদ্ধান্ত থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিসিসিআই। আগামীকাল শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী এসিসির সভায় ভারত যোগ দেবে বলে জানা গেছে।
অবশ্য বোর্ডটির প্রতিনিধি স্বশরীরে নন, অনলাইনে যোগ দেবেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক সাংবাদিক। তিনি জানিয়েছেন, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা অনলাইনে যোগ দেবেন।
সভায় যোগ দিতেই ইতিমধ্যে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির সভাপতি মহসিন নাকভি।
তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত সম্মতি জানানোয় আসন্ন এশিয়া কাপ নিয়েও এখন শঙ্কা কেটে যেতে পারে। আগামী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে।
টিএ/