আলোচিত অনলাইন একটিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, কখনো স্টুডেন্ট হয়ে ফিরে আসবো, কখনো বা আনসার হয়ে, কখনো বা অটো বা পায়ের রিকশাওয়ালা হয়ে। ফিরে আসার চেষ্টা থাকুক চিরকাল - আমরাও সজাগ থাকবো আমৃত্যু।
আজ ২৩ জুলাই (বুধবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
এই পোষ্টের মাধ্যমে তিনি কাদেরকে বুঝিয়েছেন তাই স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে তিনি ছাত্রলীগকে বুঝিয়েছেন যারা বিভিন্ন সময় শিক্ষার্থী হয়ে, আনসার হয়ে, কখনো বা অটো বা পায়ের রিকশাওয়ালা হয়ে বিভিন্ন আন্দোলনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
এফপি/টিএ