আরশ খান বলেছেন, জাতি উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে। মূলত মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, হয়েছে লাশ নিয়ে নানা রকম বিভ্রান্তিকর গুঞ্জন। এসবের কারণেই আরশ খান নিজের সামাজিক হ্যান্ডেলে এ কথা বলেছেন।
নাটকের এই অভিনেতা বলেন, মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ।
তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তি কালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণ ভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।
আরশ খান বলেন, ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা এসব তদন্ত পরে করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।
এর আগে এই অভিনেতা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিজের অভিনীত নাটক আগামী এক সপ্তাহে মুক্তি দেবেন না বলে জানিয়েছেন।
এসএন