একটি রোমান্টিক ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তোলেন ইউটিউব তারকা আশীষ চানচলানি। বলিউড অভিনেত্রী এলি আব্রামের সঙ্গে ঘনিষ্ঠ একটি মুহূর্তের ছবি প্রকাশের পরই শুরু হয়ে যায় জল্পনা, তারা কি প্রেম করছেন?
নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে মুহূর্তেই, অনেকেই শুভেচ্ছাও জানাতে শুরু করেন। তবে এবার দুই তারকাই জানালেন, এটি ছিল নিছক এক মজার প্র্যাঙ্ক, আর নতুন মিউজিক ভিডিও “চাঁদানিয়া”-র প্রচারণারই অংশ।
ইনস্টাগ্রামে লাইভে এসে আশীষ মজার ছলে বলেন, “আমি ওকে ডেট করবো! আমাকে কি পাগল কুকুরে কামড়েছে?” তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে স্পষ্ট হয় যে পুরো বিষয়টি ছিল ভক্তদের চমকে দেওয়ার জন্য সাজানো এক কৌশল। ছবিটি আগেভাগেই পরিকল্পনা করে তোলা হয়েছিল, যাতে ভক্তরা কনটেন্ট নিয়ে মেতে ওঠেন।
এদিকে, এলি আব্রামও বিষয়টি নিয়ে হেসে বলেন, “এই প্রতিক্রিয়া আমরা আশা করিনি। প্রচারণার অংশ হিসেবে এটা করেছি, কিন্তু মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে, তাতে অবাক হয়েছি।” তিনি আরও যোগ করেন, “আমরা কেউই একে অপরকে ডেট করছি না।”
এই প্র্যাঙ্ক নিয়ে সামাজিক মাধ্যমে এখনো চলছে আলোচনা। কেউ কেউ মজায় মেতেছেন, কেউ আবার ‘ভুল প্রেম কাহিনি’ ঘিরে সমালোচনাও করছেন। তবে একটি বিষয় নিশ্চিত, "চাঁদানিয়া" মিউজিক ভিডিওর জন্য প্রচারণায় শতভাগ সফল আশীষ ও এলি।
এমআর/এসএন