দেব এবং শুভশ্রীর প্রেম কাহিনি সবারই জানা। হঠাৎ করেই আলাদা হয়ে যান তারা। অনেক দিন পেরিয়ে গেলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু নতুন করে তারা আবার শিরোনামে আসে ‘ধূমকেতু’ মুক্তির খবরে।
এটিই ছিল এই দুজনের একসঙ্গে অভিনীত শেষ ছবি।
এরপর ছবি মুক্তির খবরে এখন প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে এই জুটি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী প্রসঙ্গে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। শুরুতে কিছুক্ষণ চুপ করে ছিলেন, এরপর বললেন, ‘এক জন মেয়ে হয়ে শুভশ্রী যে ভাবে কাজ এবং সংসার সামলাচ্ছেন তা আলাদা করে উল্লেখের দাবি রাখে। আমি ধূমকেতু আবার দেখলাম, দায়িত্ব নিয়ে বলছি এই ছবিতে ওর অভিনয় সেরা অভিনয়।
১০ বছর ধরে তাদের মধ্যে দূরত্ব, কোনো কথা নেই। দেবের মনেও নেই শেষবার তারা কী কথা বলেছিলেন! মুখোমুখি হলে শুভশ্রীর সঙ্গে কী কথা বলবেন, এমন প্রশ্নে অভিনেতা বললেন, ‘কিছু ঠিক করিনি। কী বলব জানি না।’
কিছু কথা কি বাকি রয়ে গেছে যা বলা হয়নি?, এর উত্তরে বললেন, ‘আমার কোনো ধারণাই নেই ওর সঙ্গে প্রথম দেখা হলে কীভাবে কথা শুরু করব।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধূমকেতু’। নয় বছর পর আবারও পর্দায় দেব-শুভশ্রী জুটি। বাড়তি উত্তেজনা দর্শক মহলে। ইতিমধ্যেই ছবির প্রথম গান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। শুরু হয়েছে জোরকদমে প্রচার।
এসএন