প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে ১২ দেশের অংশগ্রহণে হবে টুর্নামেন্টটি।
আসন্ন আসরের ড্র হবে আগামী ২৯ জুলাই সিডনি হারবারে। ড্র'র জন্য দলগুলোকে বিভিন্ন পটে রাখা হয়। সেই ভিত্তিতে মূলত দলগুলো বিভিন্ন গ্রুপে পড়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশন আজ মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পট তালিকা প্রকাশ করেছে।
চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া গত আসরের শীর্ষ তিন দল ও অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ায় সরাসরি খেলছে। বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। ১২ জুন ফিফা নারী দলের র্যাংকিং প্রকাশ করেছিল। সেই র্যাংকিং অনুযায়ী এশিয়া কাপ নিশ্চিত করা ১২ দলকে চার পটে রাখা হয়েছে।
প্রতি পটে তিনটি করে দল। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল। র্যাংকিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও তাই তারা পট ‘এ’তে প্রথম দল হিসেবে রয়েছে। অন্য দুই দল জাপান ও কোরিয়া। জাপান ও কোরিয়া ‘বি’ কিংবা ‘সি’ গ্রুপের প্রথম দল হবে।
নারী এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন সরাসরি এশিয়া কাপে খেলছে। জাপান, কোরিয়ার চেয়ে র্যাংকিংয়ে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় পটে রয়েছে। এই পটের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। দ্বিতীয় পটে থাকা দলগুলো গ্রুপের দ্বিতীয় দল হবে।
তিন নম্বর পটে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। এশিয়া কাপ নিশ্চিত করা দলগুলোর মধ্যে বাংলাদেশের র্যাংকিং সবচেয়ে বেশি। এজন্য চার নম্বর পটে। এই পটে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও ইরান। একই পটে থাকায় ভারত ও ইরানের সঙ্গে একই গ্রুপে পড়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের।
প্রতি পট থেকে একটি করে দল নিয়ে চার দলের একটি করে গ্রুপ পূর্ণ হবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স-আপের সঙ্গে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের গ্রুপে তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে। ওই ম্যাচটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওই ম্যাচ জিতলে কোয়ার্টারে খেলার সম্ভাবনা থাকবে।
তৃতীয় পটের তিন দলের র্যাংকিং ৪১-৫১ মধ্যে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ৫৫ র্যাংকিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। ফলে তৃতীয় পটের দলের বিপক্ষে জয় প্রত্যাশা করে কোয়ার্টারে স্বপ্ন দেখা যায়। কোয়ার্টারে উঠলে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি।
পট একে থাকা অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত দুরূহ। যদিও এএফসি অ-১৬ নারী টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। পট দুইয়ে বাংলাদেশের ভাগ্য খানিকটা সুপ্রসন্ন হতে পারে যদি ড্রতে ভিয়েতনাম পড়ে। কারণ পটে দুইয়ে চীন ও কোরিয়ার র্যাংকিং যেখানে ১৭ ও ২১।
সেখানে ভিয়েতনামের ৩৭। ফলে ভিয়েতনাম বাংলাদেশের গ্রুপে পড়লে কোয়ার্টারে খেলার আরো একটা সম্ভাবনা বাড়বে।
পট ১ : অস্ট্রেলিয়া ( ১৫), জাপান (৭), উত্তর কোরিয়া ( ৯)
পট ২ : চীন ( ১৭) , দক্ষিণ কোরিয়া ( ২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩ : ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪ : ইরান ( ৬৮), ভারত ( ৭০), বাংলাদেশ (১২৮)
এফপি/টিএ