বাংলাদেশের এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত: টিকে রইল কোয়ার্টার ফাইনালের স্বপ্ন

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে ১২ দেশের অংশগ্রহণে হবে টুর্নামেন্টটি।

আসন্ন আসরের ড্র হবে আগামী ২৯ জুলাই সিডনি হারবারে। ড্র'র জন্য দলগুলোকে বিভিন্ন পটে রাখা হয়। সেই ভিত্তিতে মূলত দলগুলো বিভিন্ন গ্রুপে পড়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশন আজ মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পট তালিকা প্রকাশ করেছে।

চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া গত আসরের শীর্ষ তিন দল ও অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ায় সরাসরি খেলছে। বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। ১২ জুন ফিফা নারী দলের র‌্যাংকিং প্রকাশ করেছিল। সেই র‌্যাংকিং অনুযায়ী এশিয়া কাপ নিশ্চিত করা ১২ দলকে চার পটে রাখা হয়েছে।

প্রতি পটে তিনটি করে দল। অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল। র‌্যাংকিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও তাই তারা পট ‘এ’তে প্রথম দল হিসেবে রয়েছে। অন্য দুই দল জাপান ও কোরিয়া। জাপান ও কোরিয়া ‘বি’ কিংবা ‘সি’ গ্রুপের প্রথম দল হবে।

নারী এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন চীন সরাসরি এশিয়া কাপে খেলছে। জাপান, কোরিয়ার চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় পটে রয়েছে। এই পটের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। দ্বিতীয় পটে থাকা দলগুলো গ্রুপের দ্বিতীয় দল হবে।

তিন নম্বর পটে রয়েছে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। এশিয়া কাপ নিশ্চিত করা দলগুলোর মধ্যে বাংলাদেশের র‌্যাংকিং সবচেয়ে বেশি। এজন্য চার নম্বর পটে। এই পটে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও ইরান। একই পটে থাকায় ভারত ও ইরানের সঙ্গে একই গ্রুপে পড়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের।

প্রতি পট থেকে একটি করে দল নিয়ে চার দলের একটি করে গ্রুপ পূর্ণ হবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স-আপের সঙ্গে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের গ্রুপে তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে। ওই ম্যাচটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওই ম্যাচ জিতলে কোয়ার্টারে খেলার সম্ভাবনা থাকবে।

তৃতীয় পটের তিন দলের র‌্যাংকিং ৪১-৫১ মধ্যে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ৫৫ র‌্যাংকিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। ফলে তৃতীয় পটের দলের বিপক্ষে জয় প্রত্যাশা করে কোয়ার্টারে স্বপ্ন দেখা যায়। কোয়ার্টারে উঠলে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি।

পট একে থাকা অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত দুরূহ। যদিও এএফসি অ-১৬ নারী টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। পট দুইয়ে বাংলাদেশের ভাগ্য খানিকটা সুপ্রসন্ন হতে পারে যদি ড্রতে ভিয়েতনাম পড়ে। কারণ পটে দুইয়ে চীন ও কোরিয়ার র‌্যাংকিং যেখানে ১৭ ও ২১।

সেখানে ভিয়েতনামের ৩৭। ফলে ভিয়েতনাম বাংলাদেশের গ্রুপে পড়লে কোয়ার্টারে খেলার আরো একটা সম্ভাবনা বাড়বে।

পট ১ : অস্ট্রেলিয়া ( ১৫), জাপান (৭), উত্তর কোরিয়া ( ৯)
পট ২ : চীন ( ১৭) , দক্ষিণ কোরিয়া ( ২১), ভিয়েতনাম (৩৭)
পট ৩ : ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২), উজবেকিস্তান (৫১)
পট ৪ : ইরান ( ৬৮), ভারত ( ৭০), বাংলাদেশ (১২৮)

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
মাইলস্টোনের ঘটনায় ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর Jul 23, 2025
img
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম Jul 23, 2025
img
অনলাইন ট্রায়াল পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়: নুসরাত ফারিয়া Jul 23, 2025
img
ওয়েস্টার্কটিকা নামে নকল দেশের নকল রাষ্ট্রদূত, আটক হর্ষবর্ধন জৈন Jul 23, 2025
img
সালমানকে আর দেখা যাবে না খোলা বারান্দায়! Jul 23, 2025
img
শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানালো বিমানবাহিনী Jul 23, 2025
img
অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না: শফিকুর রহমান Jul 23, 2025
img
দগ্ধ রোগীদের রক্তের সংকট নেই, প্রস্তুত আছেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবী: প্রেস উইং Jul 23, 2025
img
৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অনৈক্যের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার: এবি পার্টি Jul 23, 2025
img
নাটকের জুটি শার্লিন-বাসার এবার একসাথে সিনেমার পর্দায় Jul 23, 2025
img
আ.লীগের সাথে সখ্যতা মেনে নেব না : হাসনাত আবদুল্লাহ Jul 23, 2025
img
‘ভয় নয়,নিজের পছন্দে বিএনপি নেতাকে বিয়ে করেছি’ Jul 23, 2025
img
মৃত্যুর ৩ বছর পর নির্দোষ প্রমাণিত হলেন বিসিসির সাবেক মেয়র কামাল Jul 23, 2025
img
নিহতদের দায় সরকার এড়াতে পারে না : রুমিন ফারহানা Jul 23, 2025
img
শুটিং চলাকালে দুর্ঘটনা, গুরুতর আহত সুনেরাহ বিনতে কামাল Jul 23, 2025
img
নারী কোপা আমেরিকায় আর্জেন্টিনার পর সেমিফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল Jul 23, 2025
img
বাহরাইনে দু’টি প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেছে বাফুফে, জানায়নি কোচের নাম Jul 23, 2025
img
তিন দেশ থেকে ১.৪ লাখ টন সার কিনবে সরকার Jul 23, 2025
img
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ভুল মরদেহ পাঠানোর অভিযোগ উঠেছে Jul 23, 2025
img
সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Jul 23, 2025