এখন থেকে ৩ বছর আগে টেনিসকে বিদায় জানিয়েছেন উন্মুক্ত যুগে নারী এককের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস। অথচ ২৪ গ্র্যান্ড স্লামজয়ীর থেকে ২ বছরের বড় বোন ভেনাস উইলিয়ামস এখনো কোর্টে আলো ছড়াচ্ছেন, গড়ছেন কীর্তি। মার্টিনা নাভ্রাতিলোভার পর ডব্লিউটিএ এককে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন ভেনাস।
৪৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের তারকা কীর্তিটি গড়েছেন ওয়াশিংটন ওপেনে। ১৮ গ্র্যান্ড স্লামজয়ী নাভ্রাতিলোভা রেকর্ডটি গড়েন ২০০৪ সালে। উইম্বলডনে জয় পেয়েছিলেন ৪৭ বছর বয়সে।
ভেনাস হারিয়েছেন তার থেকে ২২ বছরের ছোট প্রতিপক্ষ পেটান স্টার্নসকে।
প্রথম রাউন্ডে স্বদেশিকে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী। এতে করে একটা দীর্ঘ জয় খরা কেটেছে তার। ২০২৩ সালের আগস্টের পর প্রথমবারের মতো এককে জয় পেয়েছেন ওয়াইল্ড কার্ডে সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্রের তারকা।
এর আগে দ্বৈতও জয় পান ভেনাস।
১৬ মাস পর খেলতে নেমে ফেরাটা জয়ে রাঙিয়েছিলেন তিনি। ২৩ বছর বয়সী হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারান ইউজেনি বুশার্ড ও ক্লেরভি এনগুনিউ জুটিকে।
আইআর/টিএ