সাবেক ক্রিকেটারদের নানান ভূমিকায় কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সে কারণেই আগামী শনিবার (২৬ জুলাই) থেকে রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিসিবি। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে।
শনিবার থেকে শুরু হতে যাওয়া রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেয়ার আমন্ত্রণ পেলেও তাতে সাড়া দেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাক, ধীমান ঘোষ, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ, ইলিয়াস সানিসহ রেফারি হতে আগ্রহী এমন ৩০জন প্রথম শ্রেণির ক্রিকেটার অংশ নেবেন।
জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেয়ার বিষয়ে রিয়াদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে জাতীয় দলের এই সাবেক তারকা তাদের জানিয়েছেন, এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটই তার কাছে গুরুত্বপূর্ণ।
দেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলা রিয়াদ এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনে টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি টেস্ট ও ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
তবে, আরেক অধিনায়ক হাবিবুল বাশার এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। দীর্ঘদিন বিসিবির নির্বাচকের দায়িত্ব পালন করে এখন নারী উইংয়ের গেম ডেভেলপমেন্ট বিভাগে আছেন তিনি। অংশ নিচ্ছেন নির্বাচকের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাকও।
এমআর/এসএন