বলিউডের রোমান্টিক কমেডিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। ইউটিউব থেকে ওটিটি, আর এবার সরাসরি বড়পর্দায়—ভুবন বামের ‘মেইনস্ট্রিম’ যাত্রা শুরু হচ্ছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে। নাম ঠিক হয়েছে ‘কুকু কি কুন্ডলি’। পরিচালনায় থাকছেন ‘গুঞ্জন সাক্সেনা’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ খ্যাত শরণ শর্মা।
ইউটিউবে ‘বিবি কি ভাইন্স’ দিয়ে হাস্যরসের ঝড় তুলেছিলেন ভুবন। পরে ‘তাজা খবর’-এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় নিজের জাত চিনিয়েছিলেন। এবার সেই পরিচিত হাস্যরস আর সামাজিক নাটকীয়তার মিশেলে তিনি হাজির হচ্ছেন বলিউডি কায়দায়। ধর্মার ঘরানার ক্লাসিক পারিবারিক গোলমাল, প্রেম, ভুল বোঝাবুঝি আর হৃদয়ছোঁয়া মুহূর্তগুলো নিয়েই তৈরি হচ্ছে ‘কুকু কি কুন্ডলি’।
ছবির নায়িকা ওয়ামিকা গাব্বি এখন ওটিটি দুনিয়ার আলোচিত মুখ। অভিনয়ে বৈচিত্র্য, সংবেদনশীল চরিত্রে দারুণ গ্রহণযোগ্যতা তাঁকে এনে দিয়েছে এক আলাদা জায়গা। এই প্রথমবার তিনি জুটি বাঁধছেন ভুবনের সঙ্গে, আর এই ‘আনকনভেনশনাল পেয়ারিং’ নিয়েই বলিউডে জোর গুঞ্জন।
ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। আপাতত দু’জনেই তাঁদের চলমান প্রজেক্টের কাজ শেষ করছেন। তবে বলিউডে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভবিষ্যতের অন্যতম রোমান্টিক হিট হয়ে ওঠার জল্পনা।
এসএন