পবন কল্যাণের বহু প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ছবি ‘উস্তাদ ভগত সিং’ নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আরও একটি চমক! এবার এই ছবিতে যুক্ত হলেন দক্ষিণী রূপালি পর্দার অন্যতম পরিচিত মুখ রাশি খান্না। ছবিতে তাঁর চরিত্রের নাম শ্লোকা, আর সদ্য প্রকাশিত প্রথম ঝলকে দেখা মিলেছে হাসিমুখে ক্যামেরা হাতে এক প্রাণবন্ত নারীর।
এই চরিত্র শুধু রঙিন নয়, বরং অ্যাকশনে ঠাসা ছবিতে এক আবেগঘন ভারসাম্যও এনে দেবে বলে ধারণা নির্মাতাদের। রাশির সংযোজনে সিনেমার আবেগ, রোমান্স আর নাটকীয়তার ভার যেন আরও জমাট হতে চলেছে।
পরিচালনায় আছেন ‘গব্বর সিং’-এর হারিশ শঙ্কর। অর্থাৎ পবন কল্যাণ ও হারিশ শঙ্কর জুটির সেই আইকনিক রিইউনিয়নের সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা। এতে আগেই যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলাও। আর সংগীত পরিচালনায় রয়েছেন দেবী শ্রী প্রসাদ—অর্থাৎ বিনোদনের দিক থেকে এক সম্পূর্ণ প্যাকেজ।
ছবির শুটিং চলছে হায়দরাবাদে। মুক্তির দিন নির্ধারিত হয়েছে ২০২৬ সালের গ্রীষ্মকাল। নির্মাতা প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকার্স ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জমকালো প্রচারণা।
‘উস্তাদ ভগত সিং’ হতে চলেছে একাধারে গণমুখী, হৃদয়ছোঁয়া ও তারকাখচিত একটি সিনেমা। আর রাশি-পবনের রসায়ন নিয়ে শুরু হয়ে গেছে দর্শক মহলে জোর আলোচনা।
এসএন