উয়েফা উইমেন্স ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (২৩ জুলাই) রাতে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট কেটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। এরপর অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেন স্পেনের আইতানা বোনমাতি। তার বীরত্বপূর্ণ গোলে বড় মঞ্চে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেয়েছে স্পেন।
আগামী রোববার (২৭ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথম সেমিফাইনালে ইতালিকে হারানো ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিতব্য ফাইনালটি হতে যাচ্ছে ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।
ইউরো সেমিফাইনালে আগে ১০টির মধ্যে ৯টিই জেতা জার্মান দল মনে করেছিল হয়তো খেলা টাইব্রেকারে যাবে। কিন্তু ১১৩ মিনিটে বোনমাতির দুর্দান্ত মুহূর্ত সেই সম্ভাবনা শেষ করে দেয়। শক্তিশালী জার্মানিকে বিদায় করে নিজ দল স্পেনকে তোলেন ফাইনালে।
দুইবারের ব্যালন ডি'অরজয়ী বোনমাতি স্পেনকে ফাইনালে তুলে বলেন, 'আমি গর্বিত। আমরা এটি প্রাপ্য ছিলাম। আমরা দুর্দান্ত একটি টুর্নামেন্ট খেলেছি। আজকেও (বুধবার) আমরা ভুগেছি, জার্মানির বিপক্ষে খেলা সহজ ছিল না। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে এমন একটি ম্যাচ জেতা–এর চেয়ে বেশি আর কী চাওয়া যায়?'
এমআর/এসএন