বলিউডের সবচেয়ে বড় স্পাই ফ্র্যাঞ্চাইজিতে এবার পালা বদলের ইঙ্গিত। 'ওয়ার টু'-র পরবর্তী অধ্যায়ে এবার আগমন ঘটতে চলেছে দুই নারী গুপ্তচরের—আলিয়া ভাট ও শারভারি ওয়াঘ। গুঞ্জন বলছে, আসন্ন 'ওয়ার টু' ছবির পোস্ট-ক্রেডিট সিন-এ দর্শকরা প্রথম ঝলক পেতে চলেছেন এই দুই চরিত্রের, যা তৈরি করবে 'আলফা' নামের এক নতুন স্পাই থ্রিলারের জমি।
তথ্য বলছে, প্রথমে যেখানে শাহরুখ খানের 'পাঠান'-কে নিয়ে একটা দৃশ্য রাখার পরিকল্পনা ছিল, সেখান থেকে মোড় ঘুরিয়ে এখন আলিয়া-শারভারির দিকেই আলো ফেলছে যশরাজ ফিল্মস। এই সিদ্ধান্ত বলিউডের স্পাই ইউনিভার্সের জন্য হতে চলেছে এক যুগান্তকারী পদক্ষেপ।
'আলফা' পরিচালনা করছেন 'দ্য রেলওয়ে মেন'-খ্যাত শিব রাওয়াল। আর এটি হবে যশরাজের স্পাই ইউনিভার্সে নারীকেন্দ্রিক প্রথম ফিল্ম, যেখানে একসঙ্গে দেখা যাবে আলিয়া ও শারভারির রুদ্ধশ্বাস অভিযান। গোটা ফ্র্যাঞ্চাইজির ধারাটাই এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে—যেখানে গল্পের চালকের আসনে থাকবেন নারীরা।
ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৫ সালের বড়দিনে। আর তার আগে, ‘ওয়ার টু’ আসছে আগস্ট ১৪-তে। অর্থাৎ, এই দুই ছবি হয়ে উঠতে পারে যশরাজের গোটা স্পাই ইউনিভার্সের রূপরেখা পাল্টে দেওয়ার মোক্ষম অস্ত্র।
যশরাজের এই সাহসী পদক্ষেপ এখন বলিউডে একটাই বার্তা দিচ্ছে—এইবার গুপ্তচরির মঞ্চে নারীরাই মুখ্য, দুর্দমনীয় এবং নিয়ন্ত্রক।
এসএন