বোধগম্য শব্দে হৃদয়গ্রাহী শিল্পকর্মই সাহিত্য

এজরা পাউন্ড কালজয়ী মার্কিন কবি ও সমালোচক। তিনি আধুনিক মার্কিন সাহিত্যের অন্যতম পথিকৃৎ। ১৮৮৫ সালের ৩০ অক্টোবর আইডাহো রাজ্যের হেইলিতে তিনি জন্মগ্রহণ করেন।

তার কাব্য সংকলন রিপোস্টেস, কবিতা "হিউ সেলউইন মোবারলে" এবং অসমাপ্ত মহাকাব্য “দ্য ক্যান্টোস” চিরায়ত বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করেছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে লন্ডনে বেশ কিছুকাল মার্কিন সাহিত্য সাময়িকীর সম্পাদক হিসেবে কাজ করার সময় পান পাউন্ড।

প্রথম বিশ্বযুদ্ধের প্রাণহানিতে মর্মাহত হয়ে তিনি ইংল্যান্ডের ওপর আস্থা হারিয়ে ফেলেন। এ যুদ্ধের জন্য তিনি পুঁজিবাদ ও সুদবিত্তিক ব্যাংক ব্যবস্থাকে দোষারোপ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে মার্কিন সেনাবাহিনী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে ইতালিতে গ্রেপ্তার করে। ১৯৫৮ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল তিনি মুক্তি লাভ করেন।

১৯১২ সালে শিকাগো ট্রিবিউন পত্রিকার চিত্রসমালোচক হ্যারিয়েট মনরো কালজয়ী এ-পত্রিকা প্রতিষ্ঠা করেন। টি এস এলিয়ট-এর বিখ্যাত কবিতা ‘দ্য লাভ সং অভ জে. আলফ্রেড প্রুফক’ এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়।

১৯৭২ খ্রিস্টাব্দের ১ নভেম্বর তার মৃত্যু হয়।

তার একটি উক্তি হলো-

“সর্বোচ্চ বোধগম্য শব্দে সর্বোচ্চ হৃদয়গ্রাহী

শিল্পকর্মই হলো মহান সাহিত্য।”

 

Share this news on:

সর্বশেষ