নিজের বাড়িতেই গত চার পাঁচ বছর ধরে হেনস্থার শিকার তনুশ্রী দত্ত। ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে কেঁদে ভাসিয়েছেন তিনি। মানুষের কাছে চেয়েছেন সাহায্য। দাবি করেছেন, সুশান্তের মতোই তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা তনুশ্রীর? ‘আশিক বনায়া আপনে’ ছবিতে মুগ্ধ করেছিলেন দর্শককে। সেই অনুরাগীরা চিন্তিত অভিনেত্রীকে নিয়ে। প্রশ্ন তুলছেন, কেন তনু্শ্রী বিনোদন জগৎ থেকে দূরে সরে গেলেন? কেনই বা বিয়ে করে সংসার গোছাচ্ছেন না তিনি? বিয়ে নিয়ে তনুশ্রী নিজেই মুখ খুলেছিলেন।
তনুশ্রী পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাখি সাওয়ন্তের জন্যই নাকি বিয়ে ভেঙে গিয়েছিল তাঁর। ২০১৮ সালে বিয়ে ঠিক হয়েছিল তনুশ্রীর। সমস্ত পাকা হয়ে গিয়েছিল। কিন্তু রাখির একটি ভিডিয়োর জন্য সব বানচাল হয়ে যায়। এমনকি, ওই ঘটনার জন্য তনুশ্রীর বাবা-মায়ের শরীরও নাকি খারাপ করেছিল।