পাওয়ার স্টার পাওন কল্যাণের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবি ‘হারি হারা বীরামল্লু’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে ছবির ওটিটি রাইটস নিয়ে বড় ঘোষণা দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। ছবির প্রিমিয়ার শো চলাকালেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে-এই বিশাল বাজেটের ছবিটি ওটিটিতে সম্প্রচারের দায়িত্ব নিচ্ছে অ্যামাজন।
কৃষ ও জ্যোতি কৃষ্ণর পরিচালনায় তৈরি ছবিটি নানা দিক থেকে আলোচনায় এসেছে। টিজার থেকে শুরু করে পাওনের উচ্চভাষী প্রচারণা, সবকিছু মিলিয়ে ছবিটি মুক্তির আগেই সৃষ্টি করেছিল উন্মাদনা। নায়িকা হিসেবে আছেন নিধি আগরওয়াল, আর সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ববি দেওলকে। ইতিহাস ও নাটকীয়তার মিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, পাওনের অভিনয় ও এম এম কীরাভানীর সঙ্গীত প্রশংসা পেয়েছে সর্বমহলে।
ছবির প্রেক্ষাগৃহে দর্শক সাড়া কেমন হবে, সে নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে এটি বেশ আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে সেপ্টেম্বরের প্রথম দিকেই ওটিটিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা জোরালো, যা ছবিটির সর্বভারতীয় দর্শকপ্রাপ্তিতে বড় ভূমিকা রাখতে পারে।
এই ছবিটি শুধু আরেকটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নয়, বরং এটি পাওন কল্যাণের জনপ্রিয়তার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন অনেকে।
টিকে/