সঙ্গীত জগতে যাঁর নামেই বাজে প্রশংসার তালি, সেই অনিরুদ্ধ রবিচন্দ্র এবার এক বিরল বিতর্কের মুখে। সুপারস্টার রজনীকান্ত অভিনীত আসন্ন ছবি ‘কুলি’র নতুন গান ‘পাওয়ার হাউস’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এক ঝড় উঠে গিয়েছে অনলাইনে—গানটি কি আদৌ মৌলিক?
নেটদুনিয়ার দাবি, অনিরুদ্ধের এই গানটি মার্কিন র্যাপার লিল নাস এক্সের জনপ্রিয় ট্র্যাক ‘ইন্ডাস্ট্রি বেবি’ থেকে হুবহু অনুপ্রাণিত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্লিপ বিশ্লেষণ করে দেখানো হচ্ছে গানের বিট, রিদম এবং র্যাপের ধাঁচ—সবকিছুতেই নাকি মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
‘কুলি’ ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ, যাঁর হাত ধরে আগেও ব্লকবাস্টার উপহার পেয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে ছবিটির। সেদিক থেকে এখনই বিতর্কে জড়িয়ে পড়া চলচ্চিত্রটির জন্য অস্বস্তিকর শুরু বলা যায়।
অনিরুদ্ধ সাধারণত তাঁর উদ্ভাবনী সুর ও শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য পরিচিত। কিন্তু এই অভিযোগে তাঁর মৌলিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও এখনো পর্যন্ত শিল্পী বা নির্মাতারা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি, যা বিতর্ককে আরও উসকে দিচ্ছে।
গানটি ইতিমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে তা ইতিবাচক নয় বরং বিতর্কের রঙেই রাঙানো। এখন দেখার, অনিরুদ্ধ এবং কুলি টিম এই প্ল্যাজারিজম বিতর্কের জবাব কীভাবে দেন—কারণ শুধু সুর নয়, সম্মানও এখন প্রশ্নের মুখে।
এসএন