অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান। পবন কল্যাণ অভিনীত ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ‘হরি হরা বীরমাল্লু’ ওটিটিতে মুক্তি পেতে চলেছে। অ্যামাজন প্রাইম ভিডিও দখলে নিয়েছে ছবিটির ডিজিটাল স্বত্ব—প্রিমিয়ার শোতেই ঘোষিত হয়েছে এই বহুল প্রত্যাশিত খবর।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন কৃষ এবং জ্যোতি কৃষ্ণ। ছবিতে পবনের বিপরীতে আছেন নিধি আগরওয়াল, আর প্রতিপক্ষ হিসেবে এক ভিন্ন অবতারে দেখা গিয়েছে ববি দেওলকে—ঔরঙ্গজেবের চরিত্রে।
ছবির টিজার, গান আর পবনের দমদার প্রচারে আগে থেকেই আলোচনায় ছিল ‘বীরমাল্লু’। যদিও মুক্তির পর সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র, তবে প্রশংসা কুড়িয়েছে পবনের দৃঢ় অভিনয় আর এমএম কীরাবাণীর মনকাড়া সুর।
এই পরিস্থিতিতে সিনেমার ওটিটি রিলিজ হয়ে উঠতে পারে এক বড় মোড়। অনেকেই মনে করছেন, বক্স অফিসে আলোচনার বাইরে থাকা এই সিনেমা অনলাইন দর্শকদের মাধ্যমে প্যান-ইন্ডিয়া জায়গা করে নিতে পারে।
জানা যাচ্ছে, সেপ্টেম্বরের আগেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে পারে ছবিটি। এত বড় বাজেটের ঐতিহাসিক নির্মাণ যখন ঘরে বসে দেখার সুযোগ মিলবে, তখন দর্শকদের আগ্রহও বাড়ছে চোখে পড়ার মতো।
‘হরি হরা বীরমাল্লু’ শুধুমাত্র তলোয়ারের ঝলক নয়, এটি একটি সাংস্কৃতিক ক্যানভাস—যেখানে ইতিহাস, সংগ্রাম আর বিনোদনের সম্মিলনে তৈরি হয়েছে এক বিশাল রূপকথা। এখন শুধু অপেক্ষা—ডিজিটাল পর্দায় সেই মহাযুদ্ধের স্রোত ছড়িয়ে পড়ার।
এসএন