২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা চলছে। সম্ভাব্য এই সিরিজে অংশ নিতে পারে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার বরাতে জানা গেছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও অনানুষ্ঠানিক আলোচনা চলছে দুই দেশের বোর্ডের মধ্যে।
এ বিষয়ে বিসিবির এক সূত্র জানান, ‘ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত কিছু না হলেও, পাকিস্তানের আগ্রহ রয়েছে বাংলাদেশকে যুক্ত করার ব্যাপারে।
দুই বোর্ডের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ভালো হওয়ায় এটি বাস্তবায়নের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনে খেলার জন্যই ক্রিকেট অস্ট্রেলিয়া এমন প্রস্তুতিমূলক সিরিজে অংশ নিতে আগ্রহী।
এর আগেও বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া উপমহাদেশ সফর করেছে।
২০২১ সালে তারা বাংলাদেশ সফরে আসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফরেও গিয়েছিল তারা।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ইতিমধ্যে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা চূড়ান্ত করেছে। এখন সেই দ্বিপাক্ষিক সিরিজকেই ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি ঢাকায় অবস্থান করছেন এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে।
জানা গেছে, তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকে সিরিজ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমকে/এসএন