যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ মানেই বড় বাজেট, চোখধাঁধানো অ্যাকশন আর বলিউডের শীর্ষ তারকাদের রুদ্ধশ্বাস অভিযান। ‘এক থা টাইগার’, ‘পাঠান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ব্লকবাস্টারের পর এবার আসছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’।
শুক্রবার প্রকাশিত হয়েছে ছবির অফিসিয়াল ট্রেলার। আড়াই মিনিটের এই ঝলকেই বাজিমাত করেছেন হৃতিক রোশন। অস্ত্র হাতে একের পর এক শত্রুকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন, আবার কখনও বা রক্তাক্ত অবস্থায় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন অবিচলিত ভঙ্গিমায়।
প্রথমবার অ্যাকশন রূপে দেখা গেল কিয়ারা আডবানিকে। হৃতিকের সঙ্গে তাঁর একাধিক অ্যাকশন দৃশ্য নজর কেড়েছে। পাশাপাশি দেখা গেছে দু’জনের রোমান্সের মিষ্টি মুহূর্তও।
সবচেয়ে বড় চমক- দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রের বলিউড অভিষেক। ‘RRR’-এর পর থেকেই যাঁকে ঘিরে বলিউডের ব্যাপক আগ্রহ। ট্রেলারে তাঁকে ভয়ংকর অ্যাকশন ঘরানায় দেখা গেছে, যদিও টিজারে তাঁর উপস্থিতি ছিল ক্ষণিকের। এবার তিনি হৃতিকের মুখোমুখি- যা নিয়ে আগ্রহ তুঙ্গে।
সিনেমাটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। মুক্তি পাবে ১৪ আগস্ট, হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় একযোগে।
বলিউডের সবচেয়ে আকর্ষণীয় এই স্পাই ইউনিভার্সে আগে যুক্ত ছিলেন সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন। এবার তালিকায় যোগ হলেন এনটিআর জুনিয়র। সামনে আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর মতো আরও বড় প্রজেক্টও।
কেএন/এসএন