টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; জাসপ্রিত বুমরাহ কোন ফরম্যাটে ভালো বোলার নন! তবে সবচেয়ে শেষেরটিতে সবচেয়ে ভয়ঙ্কর তিনি। তার এই ‘প্রিয়’ ফরম্যাট, অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে আগামী এশিয়া কাপ।
৮ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে ভারত আছে পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে। দেশটির একাধিক গণমাধ্যম জানাচ্ছে, বুমরাহর ওই আসরে খেলার সম্ভাবনা কম। পিটিআইয়ের বরাত দিয়ে বলা হচ্ছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। টিম ইন্ডিয়া তাকে এভাবেই বেছে বেছে খেলায়।
এশিয়া কাপ থেকে বুমরাহকে বিশ্রাম দেওয়ার যুক্তি হিসেবে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজের কথা। অক্টোবরে দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ভারতে পা রাখবে। দুটি টেস্ট খেলে একই মাসে টিম ইন্ডিয়া সফর করবে অস্ট্রেলিয়া। সেখানে খেলা হবে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০।
বুমরাহ দেশের জার্সিতে সবশেষ টি-২০ খেলেছিলেন গত বছর। ওইটাও টি-২০ বিশ্বকাপ মঞ্চে। যে মঞ্চে বুমরাহ ছিলেন অন্যতম সেরা নায়ক, ভারতকে শিরোপা জিতিয়ে হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। তিনি যেহেতু বোলার, কেউ মনে করতেই পারেন, বুমরাহ বুঝি ওই আসরে সর্বোচ্চ উইকেটশিকারি! না, বুমরাহ সর্বোচ্চ উইকেটশিকারি হননি। ১৭টি করে উইকেট নেয়া ফজলহক ফারুকী ও আর্শদীপ সিংয়ের চেয়েও ২টি উইকেট কম ছিল তার। তাও কীভাবে টুর্নামেন্টসেরা? কারণ ভারতের শিরোপা জেতায় সবচেয়ে বেশি প্রভাব রাখেন তিনি। তার ছোটখাটো প্রমাণ পাওয়া যায় বুমরাহর বোলিং ইকোনমির দিকে তাকালে। ওই বিশ্বকাপে ওভারপ্রতি ৪.১৭ করে রান দেন তিনি। যা কমপক্ষে ৫ ম্যাচ খেলাদের মধ্যে সর্বনিম্ন।
দেশের হয়ে বুমরাহ সবশেষ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে। পাঁচ ম্যাচের এই সিরিজেও বেছে বেছে খেলেছেন তিনি। প্রথম ম্যাচ খেলার পর মিস করেছিলেন এজবাস্টন টেস্ট। এরপর টানা দুই ম্যাচে খেলেন, নেই চলমান ওভাল টেস্টে। এই ম্যাচ শুরু হওয়ার পর তাকে দল থেকে ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। সিরিজে তিন ম্যাচ খেলেই বুমরাহ নিয়েছেন ১৪ উইকেট।
এমকে/টিকে