নিজ দেশের কোচ ও ক্রিকেটারদের বাংলাদেশের পিচ নিয়ে কড়া সমালোচনার পাল্টা জবাব দিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, পিচ নয় মেন ইন গ্রিনদের সঠিক পরিকল্পনার অভাব ছিল। তাদের মনে করিয়ে দিলেন যেকোনো পিচের চ্যালেঞ্জ নিতে পারাটাই একজন পেশাদার ক্রিকেটারের দায়িত্ব। সাকিব-তামিমদের পর বাংলাদেশ দল বেশ কঠিন সময় পার করছে বলেও জানান রমিজ। তবে, তরুণ দলটাকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। এ দলটা টি-২০ ক্রিকেটে ধীরে ধীরে পরিণত হচ্ছে বলে মত রমিজের।
শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তবে, কাটেনি রেশ। আলোচনার কেন্দ্রে বাংলাদেশের পিচ। পাকিস্তান দলের প্রশ্ন, এই পিচে খেলে কি বিশ্বমঞ্চে ভালো করা সম্ভব?
প্রথম দুই ম্যাচ ছিল লো স্কোরিং। যদিও শেষ ম্যাচ ছিল তার ব্যাতিক্রম চিত্র। পাকিস্তান দলটাই ব্যাটিং করেছে বেশ স্বাচ্ছন্দ্যে। তবুও ম্যাচ শেষে মুখে হাসি নেই মেন ইন গ্রিনের। উল্টো করেছেন উইকেটের সমালোচনা। তাদের মতে এখানে খেলে টি-টোয়েন্টির বড় মঞ্চের জন্য হবে না পর্যপ্ত প্রস্ততি। তবে, নিজ দেশের ক্রিকেটার ও কোচের এ অভিযোগের সঙ্গে একমত নন দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমন এক সময়ের মানুষ যখন পিচ খুব বেশি আলোচনায় আসতো না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলতে হতো। পেশারদার ক্রিকেটাররের উচিত পিচ নয় বোলিংয়ে বিপক্ষে খেলা। শেষ ম্যাচে পাকিস্তান ভালো ব্যাটিং করেছে। আগে পরিকল্পনা ও বাস্তবায়নে সমস্যা ছিল। টি-টোয়েন্টিতে লো স্কোরিং ম্যাচ খুব রোমাঞ্চকর হয়। বড় মঞ্চের জন্য প্রস্তুতি ভালো না খারাপ হয়েছে সেটা জানি না। আমার মতে চ্যালেঞ্জ নিতে পারা গুরুত্বপূর্ণ। আমি এই সিরিজ উপভোগ করেছি।’
এ সিরিজে বাংলাদেশ-পাকিস্তান দু'দলেই খেলেছে তারুণ্য নির্ভর দল নিয়ে। বেশিরভাগই উঠে এসেছেন বয়সভিত্তিক দল থেকে। সাকিব-তামিমদের মতো অভিজ্ঞদের মিস করলেও, দু'দলের তরুণদের সাহসী ব্যাটিংয়ের চেষ্টা মনে ধরেছে কিংবদন্তি ক্রিকেটারের।
তিনি বলেন, ‘আমাদেরও বাবর,শাহিন আফ্রিদি, রিজওয়ানরা ছিল না। এটা স্বাভাবিক। তাই আপনার বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করতেই হবে। নতুন মুখ সুযোগ দিতে হবে। আপনার সামনে তরুণ ও নতুন একটা দল। যারা নির্ভয়ে ক্রিকেট খেলছে। হ্যাঁ, বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। তবে, এর সঙ্গে দরকার ভয়হীন ও সাহসী মানসিকতার ক্রিকেটার। আপনাকে ভারসাম্য বজায় রেখে দল নির্বাচন করতে হবে।’
বাংলাদেশ সিরিজ জিতলেও তাদের খেলার ধরণ নিয়ে নানা প্রশ্ন দেশের ক্রিকেট পাড়ায়। প্রশ্ন এই দলটা কি আদতে পারবে এশিয়া কাপ অথবা বিশ্বকাপ থেকে সাফল্য আনতে? এমন প্রশ্নে সহজ উত্তর রমিজের। বললেন সময় দিলে এ দলই আরও সাফল্য উপহার দিতে পারবে দেশকে।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটার বলেন, ‘দেখুন বাংলাদেশের এই দলটাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, কিছু জিনিস পরিবর্তনের মধ্যে থাকতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টিতে আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন, যেহেতু এখন টি-টোয়েন্টি বেশি হয়। তবে, এতে খুব একটা সমস্যা হবে না।’
কদিন আগেও লিটনের দল নিয়ে ছিল নানা সমালোচনা। তবে, ১০ দিনের মাথায় ব্যাক টু ব্যাক সিরিজ জয় বাড়িয়েছে আত্মাবিশ্বাস। রমিজের মতে নিজেদের আরেকটু যত্ন নিলেই এরাও হতে পারবে বিশ্ব সেরা।
এমকে/টিএ