ভারতীয় দাবায় ইতিহাস। মহিলাদের বিশ্বকাপ দাবায় ফাইনালে উঠলেন ১৯ বছরের দাবাড়ু দিব্যা দেশমুখ। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চিনের তান ঝোংইকে হারিয়ে প্রথম ভারতীয় মহিলা হিসেবে চৌষট্টি খোপের বিশ্বকাপ ফাইনালে উঠে নয়া কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
বিশ্বের চার নম্বর চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চমকে দিয়েছেন দিব্যা। এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। শেষ চারের লড়াইয়ে দিব্যা খেলেন সাদা ঘুঁটি নিয়ে। যদিও প্রথম লেগের সেমিফাইনাল ড্র হয়েছিল। সেখানে কালো ঘুঁটি নিয়ে খেলেছিলেন। তবে, দ্বিতীয় লেগে জিতে সব মিলিয়ে দিব্যার পয়েন্ট ১.৫-০.৫।
একসময় হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল ম্যাচটি। বিপক্ষকে মাত করতে আলাপিন সিসিলিয়ান ডিফেন্স স্ট্রাটেজি প্রয়োগ করেছিলেন দিব্যা। ঠান্ডা মাথায় চিনা প্রতিপক্ষকে শেষপর্যন্ত হারিয়ে দেন তিনি। গোটা টুর্নামেন্টে অসাধারণ ফর্মে রয়েছেন দিব্যা। চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই চিনা দাবাড়ু ঝু জিনারকে হারিয়েছিলেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে পরাস্ত হয়েছিলেন ভারতীয় দাবাড়ু দ্রোণাভল্লি হরিকা।
দেশমুখের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬৩। তাঁর সর্বোচ্চ রেটিং ২৫০১। গত বছরের অক্টোবরে এই পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। ২০২১ সালে দিব্যা ভারতের ২১তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা। ২০২২ সালের মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ওই বছরেই দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন। এর আগে ২০২০ সালের FIDE অনলাইন অলিম্পিয়াডে ভারতের স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিব্যা।
এমকে/টিএ