সম্প্রতি মেয়ের সন্তান জন্মদানের পদ্ধতি নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন সুনীল শেট্টি। এবার ফের মুখ খুলে আরেকটি বিতর্কের জন্ম দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন ও আধুনিক প্রজন্মের সম্পর্কে কথা বলতে গিয়েই ‘লিঙ্গভিত্তিক বিভাজনের’ অভিযোগে বিদ্ধ হচ্ছেন এই অভিনেতা।
সাক্ষাৎকারে সুনীল বলেন, “এখনকার ছেলে-মেয়েদের ধৈর্য নেই। বিবাহের কিছু সময় পর জীবনে আপোস দরকার হয়, একে-অপরের জন্য বাঁচা দরকার। স্ত্রীর উচিত বোঝা ,যদি স্বামী কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সন্তান সামলানো তার দায়িত্ব।” যদিও তিনি স্বীকার করেছেন, স্বামীদেরও সন্তানের দেখভালে অংশ নেওয়া উচিত, তবুও তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে নারীর উপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার সুর।
তিনি আরও বলেন, “ভাইরাল দুনিয়া এখন শেখাচ্ছে মা-বাবা কেমন হবে, কী খাবে, কীভাবে বাঁচবে। অথচ জীবন শেখায় অভিজ্ঞতা। দিদা, ঠাকুমা, মা-বোনদের কাছ থেকে শেখাই শ্রেয়। এখন তো বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাচ্ছে।”
এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি একা নারীরাই দাম্পত্য টিকিয়ে রাখার দায়ে বন্দি? এমন ধারণা তো একবিংশ শতকে অস্পৃশ্য হওয়া উচিত।
এর আগে মেয়ের স্বাভাবিক প্রসব নিয়ে কথা বলতে গিয়ে নারীদের সিজার পদ্ধতির পছন্দকে আক্রমণ করেন সুনীল। বলেছিলেন, “আজকাল মায়েরা স্বস্তির জন্য সিজার চান, আথিয়া তা চায়নি। ও খুব শক্ত মেয়ে।” যদিও পরদিনই তিনি বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে একজন জনপ্রিয় অভিনেতার মুখ থেকে যদি বারবার এমন বক্তব্য আসে, তাহলে তা সামাজিক প্রভাব ফেলতেই বাধ্য।
এমকে/টিএ