টলিপাড়ায় নতুন গুঞ্জন সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের মধ্যে কি বন্ধুত্ব ছাড়িয়ে কিছু চলছে? ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিতি, আবার সম্প্রতি ‘মৃগয়া’র সাফল্য উদযাপনের পার্টিতে ফের একসঙ্গে দেখা মিলল এই দুই তারকার। সব মিলিয়ে ‘প্রেম জ্বরে’ আক্রান্ত টলিউডের বাতাস।
অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া’র পার্টিতে সৃজিত-সুস্মিতার খুনসুটির দৃশ্য নজর কাড়ে উপস্থিত সকলের। সুস্মিতা পার্টিতে সবার মাঝে নেচে মঞ্চ মাতালেও সৃজিত ছিলেন একটু দূরে, আড্ডায় ব্যস্ত। পরে অবশ্য তাঁর আড্ডাতেই যোগ দেন সুস্মিতা, শুরু হয় খোশগল্প।
যদিও প্রেমের গুঞ্জনে কেউই জল ঢালেননি। বরং ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সৃজিত বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” উত্তরে অভিনেত্রী জানান, “আমরা খুব ভালো বন্ধু, অল্পদিনেই ক্লোজ হয়ে গেছি। এসব নিয়ে আমার বলার কিছু নেই।” সৃজিত যোগ করেন, “একটা সেলফিকে ঘিরে এত কথা হচ্ছে দেখে অবাক! এখন তো ২০২৫, একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুরীর সৈকতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছিলেন সৃজিত ও সুস্মিতা। সেই ছবির ক্যাপশনে সুস্মিতা লেখেন ‘স্যর আঁখো পর…’। এই লেখাতেই আরও দানা বাঁধে সম্পর্কের গুঞ্জন। কেউ কেউ ধারণা করেন, এখানে 'স্যর' মানে সৃজিত, আর ‘আঁখো পর’ অর্থাৎ প্রিয়।
এদিকে, ‘মৃগয়া’র আইটেম গানে সুস্মিতার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই টলিউডে সাড়া। আবারও প্রমাণ করেছেন অভিনয়ের পাশাপাশি তাঁর নাচও নজরকাড়া।
তবে সত্যিই কি ‘বন্ধুত্বের ছায়ায়’ নতুন সম্পর্কের সূচনা, নাকি সবটাই কাকতাল? আপাতত উত্তর সময়ের হাতে।
এমকে/টিকে