ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল। তবে অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তার আগে নতুন একটি ঘোষণা এলো নির্মাতাদের কাছ থেকে। ‘ডন-৩’ সিনেমাতেও থাকছে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তির জনপ্রিয় গান ‘আজ কি রাত’। যেখানে দেখা গিয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইশা কোপ্পিকারকে। এবার সেই গানটির নতুন ভার্সন রেকর্ড করা হচ্ছে।
পুরোনো এই গানের নতুন রূপে দেখা মিলতে যাচ্ছে কৃতি শ্যাননের। তবে অভিনেত্রী শুধু এই গানেই পারফর্ম করবেন নাকি কোনো একটি চরিত্র পর্দায় তুলে ধরবেন, তা এখনও নিশ্চিত করেননি নির্মাতারা। এদিকে সমাজ মাধ্যমে রীতিমত আলোড়ন তৈরি হয়েছে ফারহান আখতারের ‘ডন ৩’ নিয়ে।
ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ডন-৩’ সিনেমায় রণবীর সিং থাকছেন প্রধান চরিত্রে। তবে এখনও কৃতি শ্যানন এই সিনেমায় রণবীর ও ফারহানের সঙ্গে যোগ দেবেন কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিষয়টি নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে জল্পনা-কল্পনা থেমে নেই। কারণ, সিনেমা নির্মাণের আলোচনা চলার সময়ে ফারহানের এক্সেল অফিসে একাধিক বার কৃতিকে দেখা গিয়েছিল। তখন কৃতির অভিনয় নিয়ে অনুরাগীদের মাঝে জল্পনার শুরু।
এরপর অনেকটা সময় কেটে যাওয়ার পর এবার শোনা গেল ‘ডন-৩’ সিনেমার ‘আজ কি রাত’ গানে কৃতির পরফর্ম করার কথা। যদিও এ বিষয়ে অভিনেত্রী সংবাদমাধ্যমগুলোর কাছে মুখে খোলেননি। তবে সমাজ মাধ্যমে আলোচনা থেমে নেই।
এদিকে ‘আজ কি রাত’ গানের নতুন ভার্সনে অভিনয়ের জন্য সিনেমার নির্মাতা দল কৃতি এবং রণবীরের সঙ্গে যোগ দিতে পারেন এমন অন্য অভিনেত্রীর সন্ধান করছে বলে জানা গেছে।
পরিচালক ফারহান আখতার ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেলের কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ কারণে ‘ডন-৩’ সিনেমায় রণবীর সিং ছাড়া অন্যান্য পাত্রপাত্রীর চূড়ান্ত তালিকার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
এসএন