ম্যানচেস্টার টেস্টের শেষ দিনটা ছিল নাটকীয়। সারা টা দিন ব্যাট করল ভারত, তাও আবার পঞ্চম দিনে! চতুর্থ দিনে ৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ব্যাটারকে হারায় ভারত। তখন মনে হচ্ছিল, এই টেস্টে হয়তো শেষ হাসিটা হাসবে ইংল্যান্ডই। তবে সব শঙ্কা উড়িয়ে দেন শুভমন গিল ও কেএল রাহুল। এরপর সুন্দর ও জাদেজারে সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করে ভারত।
রোববার (২৭ জুলাই) ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে রবীন্দ্র জাদেজা তখন সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে। আরেক প্রান্তে থাকা ওয়াশিংটন সুন্দরের দরকার ২০ রান। তখনো দিনের ১৫ ওভার খেলা বাকি। জয়ের সম্ভাবনা না থাকায় এমন সময় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এগিয়ে যান ওয়াশিংটন ও জাদেজার সঙ্গে হাত মেলাতে। কিন্তু ক্রিজে থাকা দুই ব্যাটারের কেউই স্টোকসের সঙ্গে হাত মেলালেন না। আম্পায়ারের কাছে গিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান ইংলিশ অধিনায়ক। তবে তাতেও যে কোনো কাজ হয়নি।
ভারত যে ড্র মেনে নেয়নি, তা বুঝতে আর বাকি রইল না। জাদেজার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টাও করেছেন স্টোকস। তবে জাদেজার উত্তর, আমি কিছুই করতে পারব না। এরপর দ্রুতই সেঞ্চুরি পূরণ করেন দুই ব্যাটার জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওয়াশিংটন সুন্দর। আর তাতেই ড্র মেনে নিলেন দুই দলের অধিনায়ক। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ ও শেষ টেস্ট হবে ওভালে। এখন দেখার বিষয়, ভারত সিরিজে সমতা ফেরাতে পারে কি না।
২ উইকেটে ১৭৪ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ভারত। আগের দিন ৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট ভারতের।
স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ব্যাটার সাজঘরে। আর তাতেই হারের শঙ্কায় পড়ে সফরকারী ভারত।
সেখান থেকে দলকে টেনে তোলেন কেএল রাহুল ও শুভমন গিল। তাদের ১৮৮ রানের জুটিতে উড়ে যায় হারের শঙ্কা। ১০ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে রাহুল সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। তবে অধিনায়ক গিল ঠিকই সেঞ্চুরি তুলে নেন। ১০৩ রান করে জোফরা আর্চারের বলে স্মিথের ক্যাচ হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক। তখন ভারত পিছিয়ে ৮৯ রানে।
এরপর আর কোনো অঘটন ঘটেনি। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে গোটা দিনটাই পার করে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার বরীন্দ্র জাদেজা। দুজনেই অবশ্য সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত সুন্দর অপরাজিত থাকেন ১০১ রানে, আর জাদেজা অপরাজিত থাকেন ১০৭ রানে।
ইংল্যান্ড সফরে পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। এর আগে ১৯৬৬ সালে করা স্যার গ্যারি সোবার্সের পর জাদেজাই প্রথম এই কীর্তি গড়লেন। এ ছাড়া ভিভিএস লক্ষণের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক সিরিজে ৬ কিংবা তার নিচে ব্যাটিংয়ে নেমে পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন জাদেজা।
চলতি সফরে ভারতের এটি শতরানের জুটি। মাঝে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে লিডও নেয় ভারত। দ্রুত রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জাদেজা ও সুন্দর। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এমআর