বলিউড অভিনেতার সঙ্গে বড় পর্দায় অভিষেক, কেন লুকোচুরি তিশার?

নাটকের অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন টিভি নাটকে অভিনয়ের পর নাম লেখান ওটিটিতে। এ মাধ্যমে বেশ কিছু কনটেন্টে তার উপস্থিতি দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন। তবে এ অভিনেত্রীকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক নাটকের একাধিক নায়িকার সিনেমায় অভিষেক হলেও এ অভিনেত্রী রয়েছেন পিছিয়ে।

সিনেমা প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমে জানান, পছন্দমতো গল্প পেলেই অভিনয় করবেন। এর মধ্যে অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়াতে বড় পর্দার যাত্রা শুরু করতে পারছেন না। তবে কারা প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি তখনো দেননি। বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। তাই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে আদৌ কি প্রস্তাব পাচ্ছেন এ নায়িকা? সে হিসাব তোলাই থাক।

সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। টালিউড দিয়েই হতে যাচ্ছে তার বড় পর্দার অভিষেক। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। পরিচালনা করবেন কলকাতারই নির্মাতা এম এন রাজ। এতে প্রধান চরিত্রেই থাকবেন তিশা। তার চরিত্রের নাম হিয়া। তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। এমনটাই কলকাতার গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।

একইসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এ নিয়ে বেশ হইচই। কিন্তু যাকে নিয়ে এত আয়োজন, সেই ব্যক্তিই অর্থাৎ তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা নিয়ে বরাবরের মতো বাড়িয়েছেন দেশি গণমাধ্যমের সঙ্গে দূরত্ব। এ প্রসঙ্গে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। দিতেও চান না।

ফলে প্রশ্ন জেগেছে, সত্যিই কি অভিনয় করছেন নাকি আলোচনায় থাকতেই ফাঁকা আওয়াজ দিচ্ছেন এ অভিনেত্রী। নিজেকে ‘সেইফ জোনে’ রাখতেই নিজে মুখে কুলুপ এঁটে, অন্য ব্যক্তিকে দিয়ে বলাচ্ছেন, বিষয়টি এ রকমই মনে করছেন নেটিজনরা। কারণ, এ সিনেমা নিয়ে গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু এখনো অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

এদিকে অনেকেই বলছেন, বলিউড অভিনেতার বিপরীতে প্রথম সিনেমা করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এটি তার জন্য বড় একটি সুযোগ হতে যাচ্ছে। তবে এর উলটোদিকে তাকালে দেখা যায় শারমান যোশি অভিনেতা হিসাবে ভালো হলেও, তারকাখ্যাতির দিক থেকে তালিকার অনেক নিচে।

তা ছাড়া এ অভিনেতার একক সিনেমার সাফল্যও নেই বলিউডে। যেকটি সিনেমা সাফল্য পেয়েছে সেগুলোতে মূল নায়ক অন্য কেউ। তাই অভিনেতা হিসাবে শারমন যোশিকে বলিউডের প্রথম শ্রেণির তারকা বলা যায় না। যদি তার বিপরীতে অভিনয়ের জন্য তিশা বড় পর্দায় যাত্রা শুরুর আগেই নিজেকে নিজেই অন্যমাত্রায় নিয়ে যান বা গণমাধ্যমে সঙ্গে দূরত্ব তৈরি করেন, তাহলে সিনেমায় ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার মতোই কিছু ঘটাতে চলেছেন তিনি। বিষয়টি কিন্তু এমনও নয় যে, বলিউড কিং শাহরুখ খান বা সালমান খানের বিপরীতে তার অভিষেক হতে চলেছে।

অন্যদিকে এ সিনেমায় দেশের অভিনেতা খাইরুল বাসারের অভিনয় করার কথা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণ দেখিয়ে তিনি এ সিনেমা থেকে সরে এসেছেন। কারও কারও ধারণা, এ সিনেমা শারমান যোশি থাকার কারণে প্রচারণার দিক থেকে খায়রুল পিছিয়ে থাকবেন, বা তার চরিত্রে কাঁচি চালিয়ে দিতে পারেন নির্মাতা, এ আশঙ্কা থেকেই এ অভিনেতা ‘সম্মান’ থাকতেই কেটে পড়েছেন। তানজিনা তিশার চুপ থাকা ও খাইরুল বাসারের সিনেমা ছেড়ে দেওয়ার বিষয়গুলো কিসের ইঙ্গিত করছে? নেটিজেনরাও রয়েছে ধোঁয়াশায়। আদৌ কি এ সিনেমা হবে? হলেও বা এর ভবিষ্যৎ কী?

এদিকে তানজিন তিশার সিনেমায় যুক্ত হওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে পরিচালক নিশ্চিত করে বলেন, ‘এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তিনি বেশ আগে কলকাতায় এসেছিলেন, তখনই গল্প শুনেছেন। আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। তানজিন তিশাকে নিয়ে পুরো সিনেমার গল্প অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই তিনিই রয়েছেন।’

পরিচালকের তথ্যমতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার: আন্তোনিও গুতেরেস Jul 29, 2025
img
আগামী ১১ দিন সারাদেশে পুলিশের বিশেষ সতর্কতা জারি, চলবে কড়া নজরদারি Jul 29, 2025
img
উমামা-নীলার অভিযোগের পর ভূপাতিত এনসিপি : মাসুদ কামাল Jul 29, 2025
img
পঞ্চগড়ে বেকারি-আইসক্রিম কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা Jul 29, 2025
img
হাটহাজারীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার Jul 29, 2025
img
গোপালগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার Jul 29, 2025
img
একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না : আমীর খসরু Jul 29, 2025
img
বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিন ধাপ উন্নতি Jul 29, 2025
img
মানুষ যখন জাগবে তখন ইতিহাস বদলাবে : তাসনিম জারা Jul 29, 2025
img
নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনা জটিল হবে : এহসানুল হুদা Jul 29, 2025
img
বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করেছে চীন, বিপাকে ভারত Jul 29, 2025
img
এশিয়া কাপেও শাদাবের খেলা নিয়ে অনিশ্চয়তা Jul 29, 2025
img
সিরিজ বাঁচাতে বুমরাহকে ওভাল টেস্টেও খেলাতে পারে ভারত Jul 29, 2025
img
হবিগঞ্জে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করায় কৃষক লীগ নেতা আটক Jul 29, 2025
img
আফিয়া সিদ্দিকীকে ‘জাতির কন্যা’ ঘোষণা করল পাকিস্তান Jul 29, 2025
img
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পুড়ল ২০ বসতঘর Jul 29, 2025
ভারতে হাজারো মুসলিম পরিবারকে উ/চ্ছে/দ করে এখন ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের দিকে Jul 29, 2025
বিহারে বিস্ময়কর ঘটনা, শিশুর কামড়ে সাপের মৃত্যু Jul 29, 2025
img
তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে যুদ্ধঘণ্টা বাজালো ব্রিটেন, পাশে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়া Jul 29, 2025
‘জুলাই যোদ্ধাদের’ দখলে গুলিস্তানের আওয়ামী লীগ কার্যালয়! Jul 29, 2025