বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনার কারণে। অভিযোগ উঠেছে, তিনি মিরপুর এক নম্বর এলাকায় নিজের এক বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দিয়েছেন। ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ তাসকিনের ঘনিষ্ঠ বন্ধু বলেও জানা গেছে। ঘটনার পর বিষয়টি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, যা সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে।
ঘটনার পরপরই সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে তাসকিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসব অভিযোগ মিথ্যা। তিনি ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এ প্রসঙ্গে তাসকিন বলেছেন, 'আমার ব্যাপারে আনা সব অভিযোগ মিথ্যা, আমি কাউকে কিছু করিনি। আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে।'
এই বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তারাও মিডিয়ায় এই ব্যাপারটি দেখেছেন। তবে এমন তারকা ক্রিকেটারের এসব ঘটনায় জড়ানো উচিত হয়নি বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক। তিনি বলেছেন, 'মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।'
কয়েকদিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।