'কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ মেনে নেবে না' জমায়াত নেতা বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে। ইতোমধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে। জনগণ বলতে শুরু করেছে—ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে, ক্ষমতায় গেলে তারা কী করবে—সেটা জনগণের বোধগম্য হয়ে গেছে। তাই জনগণ আর কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনির দলের হাতে বাংলাদেশ ছেড়ে দেবে না।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে গবাদি পশু বিতরণকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ। অতীতে সরকারি চাকরি কিংবা রাষ্ট্রীয় সুবিধা কেবল দলীয় বিবেচনায় প্রদান করা হয়েছে। তিনি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বৈষম্য থাকবে না। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর করে তাদের ধর্মীয় স্বাধীনতা লুন্ঠনের সুযোগ আর কেউ পাবে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আধুনিক, ইসলামিক, কল্যাণ ও মানবিক রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করা হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, কারো রাজনৈতিক স্বার্থে নির্বাচনের আয়োজন করলে জনগণ সেটি মেনে নেবে না। জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচন চায়। তবে তার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া যেকোনো নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। যারা সংস্কার ও গণহত্যার বিচার না চেয়ে শুধুমাত্র নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য খারাপ। তারা কোনোভাবে ক্ষমতা দখল করতে পারলেই দেশে আবার লুটপাটের রাজত্ব কায়েম করবে।

তিনি বলেন, দু’একটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে বলছে—৪/৫ দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন! এটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন না; নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে সরকার যদি কোনোভাবে একটি নির্বাচন আয়োজন করে, তবে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে আবারও জুলাই ফিরে আসবে, তবুও ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ব্যর্থ হতে দেওয়া যাবে না।

তিনি নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম। সভা পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল শ্রমিকদের মাঝে ২০টি ছাগল বিতরণ করেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রতি সিনেমায় বলিউডের কোন অভিনেত্রী কত পারিশ্রমিক নেন? Jul 29, 2025
img
কোটিপতি থেকে দেউলিয়া হলিউড তারকা Jul 29, 2025
img
ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে কাস্টিং কাউচ ও শোষণের অভিযোগ Jul 29, 2025
img
দুর্নীতির মামলায় গ্রেপ্তার নাঈমুর রহমান দুর্জয় Jul 29, 2025
img
সমালোচনার মুখে ‘সাইয়ারা’ টাইটেল ট্র্যাক, সুর চুরির অভিযোগ Jul 29, 2025
img
জায়নামাজ হাতে আদালতের কাঠগড়ায় মেঘনা আলম Jul 29, 2025
img
‘শরীর! শরীর! তোমার মন নাই?’, জয়াকে বললেন আবীর Jul 29, 2025
img
গাজা প্রসঙ্গে মোদির ‘লজ্জাজনক নীরবতার’ কঠোর সমালোচনা সোনিয়া গান্ধীর Jul 29, 2025
img
গ্রেপ্তারি পরোয়ানা জারি, আদালতে আত্মসমর্পণ রাজকুমার রাওয়ের Jul 29, 2025
img
মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম Jul 29, 2025
img
কলেজ ও স্থাপনার নাম বদল, বাদ মুজিব-হাসিনা-কামালের নাম Jul 29, 2025
img
প্রথমবার একসঙ্গে রাফী-জিৎ, আসছে ব্যতিক্রমী অ্যাকশন সিনেমা ‘লায়ন’ Jul 29, 2025
img
'এআই দিয়ে তৈরি ভিডিও বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে' Jul 29, 2025
img
ইউরোপে খেলে যাওয়া ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী দলে যোগ দিচ্ছেন নেইমার! Jul 29, 2025
বিএনপির চাঁদাবাজি নিয়ে যা বললেন নাহিদ ইসলাম Jul 29, 2025
img
বিয়ে করার মতো মানুষ এখনো খুঁজে পাননি অভিনেত্রী তমা মির্জা Jul 29, 2025
img
দেবের চোখে শুভশ্রী এখন আরও পরিণত অভিনেত্রী! Jul 29, 2025
img
সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, মোদির জয়জয়কারে আবারও শিরোনামে তনুশ্রী Jul 29, 2025
img
চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ তৃতীয় পক্ষবিরোধী জোট নয়: চীনা রাষ্ট্রদূত Jul 29, 2025
img
সবচেয়ে ভয়ংকর ভুল করেছেন আমাদের চিফ প্রসিকিউটর : তারেক Jul 29, 2025