জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পিএসসিসহ (সরকারি কর্ম কমিশন) দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণ থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে। অন্যথায় এসব প্রতিষ্ঠানে কোনো সংস্কার কার্যকর হবে না।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। তিনি লেখেন, ‘পিএসসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণ থেকে বাঁচাতে হবে।
এ ছাড়া সংস্কারের এক পয়সাও মূল্য নাই।’