গাজায় পৌঁছাল বোতলভরা খাবার

ইতিহাসের নজিরবিহীন এক মানবিক সংকটের মুখোমুখি ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কঠোর অবরোধের ফলে সেখানে চরম খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে। অপুষ্টিতে ভুগে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু ও অসুস্থ মানুষ। এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে মিশরের কিছু নাগরিক মানবিক এক ব্যতিক্রমী পদক্ষেপ নেন সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে গাজায় খাবার পৌঁছানোর চেষ্টা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মিশরের কয়েকজন নাগরিক এক বা দুই লিটারের প্লাস্টিক বোতলে চাল, ডাল ও শুকনো খাবার ভরে ভূমধ্যসাগরে ছুড়ে দিচ্ছেন। তাদের বিশ্বাস, হয়তো এসব খাবার একদিন গাজার উপকূলে পৌঁছাবে। অবাক করার বিষয় হলো, সেই বিশ্বাস সত্যি হয়েছে। বোতলে ভরা খাবার আসলেই পৌঁছেছে গাজার এক মৎস্যজীবীর হাতে।

ভবিষ্যতের জন্য এক আশার আলো হয়ে আসা এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম TRT World। ভিডিওতে দেখা যায়, গাজার ওই জেলে সমুদ্র থেকে বোতলটি উদ্ধার করে আবেগে কেঁপে ওঠেন এবং উচ্চস্বরে বলেন, “আল্লাহু আকবার!” তিনি জানান, “মিশরের ভাইয়েরা চাল-ডাল ভর্তি বোতল পাঠিয়েছেন। এর মানে আজ আমরা ডাল খেতে পারব।” বোতলের মধ্যে একটি বার্তাও ছিল, যাতে লেখা ছিল “মিশর দীর্ঘজীবী হোক। আল্লাহর ইচ্ছায় মিশর, আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।”

জানা যায়, গত ২৩ জুলাই এক মিশরীয় ব্যক্তি গাজার উদ্দেশে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বোতল ছুড়ে দেন এবং কণ্ঠভরে বলেন, “গাজার ভাইয়েরা, আমাদের ক্ষমা করুন। আমরা এর বেশি কিছু করতে পারছি না।”

এই উদ্যোগকে ইসরায়েলের বর্বর অবরোধের বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কারণ, ইসরায়েলের কঠোর নীতির কারণে শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে লাখো মানুষ অনাহারে দিন পার করছেন। এই মানবিক আন্দোলনে লিবিয়া, টিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর জনগণকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় আরবি গণমাধ্যম জানিয়েছে, সমুদ্রপথে বোতলের মাধ্যমে খাবার পাঠানোর এই ব্যতিক্রমী ধারণাটি এসেছে “বোতলের বার্তা” কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে। এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন জাপানে বসবাসরত এক মিশরীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এক বিবৃতিতে জানিয়েছে, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এখনো অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। অপুষ্টিজনিত কারণে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারী ও শিশুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে।

এই ঘটনা বিশ্ববাসীর সামনে এক প্রশ্ন রেখেছে যেখানে বিশ্বশক্তিগুলো নীরব, সেখানে মানবতা কি নতুন পথ দেখাতে পারে? এক বোতল খাবার, একফোঁটা মানবতা গাজার মানুষদের জন্য হয়ে উঠেছে জীবনের আশার প্রদীপ।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের রাজনীতিতে জোট নতুন ব্যাপার না : সারোয়ার তুষার Nov 26, 2025
img
আমি আবেগপ্রবণ, একা বসে কেঁদেছি: নুসরাত জাহান Nov 26, 2025
img
তৃতীয়বার একসঙ্গে পর্দায় আসছেন তামান্না ও অজয় Nov 26, 2025
img
আমাকে নিয়ে নোংরামি করিয়েন না, প্লিজ : খাদিজাতুল কুবরা Nov 26, 2025
img
হুমা কুরেশির স্পষ্ট বক্তব্যে নতুন আলোচনার ঝড় Nov 26, 2025
img
কঠিন মুহূর্তে আত্মবিশ্বাসী থাকার বার্তা বচ্চনের Nov 26, 2025
img
শুধুমাত্র নিজের কাজের প্রতিফলন গুরুত্বপূর্ণ: আনুশকা শর্মা Nov 26, 2025
img
জীবনের বাধা পার করার প্রেরণা দিলেন শাহরুখ খান Nov 26, 2025
img
প্রতিকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা মোতায়েন সম্ভব নয়: সিইসি Nov 26, 2025
img
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে: সিইসি Nov 26, 2025
img
বিয়ের প্রশ্নে খোলামেলা স্বীকারোক্তি দিলেন শ্রীলীলা Nov 26, 2025
img
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি Nov 26, 2025
img
প্রতিভাই প্রকৃত সৌন্দর্য: রণবীর সিং Nov 26, 2025
img
অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ, চীনের দাবির পর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় Nov 26, 2025
img
৬ মাত্রার ভূমিকম্প হলেই মহাবিপদের আশঙ্কা , রেড জোনে দেশের বড় এক অঞ্চল Nov 26, 2025
img
‘ভারতকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম’ Nov 26, 2025
img
নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা Nov 26, 2025
img
ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু! Nov 26, 2025
img
হেরে যাওয়া নয়, সাহসী হওয়া জরুরি: হৃত্বিক রোশান Nov 26, 2025
img
বাংলাদেশি সেনা কর্মকর্তাকে সম্মানসূচক পদক প্রদান করলো ফরাসি সরকার Nov 26, 2025